কেরালার খননে স্ফিংস, স্পষ্ট হয়ে উঠছে প্রাচীন ভারতের সঙ্গে রোমের যোগ

একটি বোতাম, সামান্য একটি পাথরের বোতাম খুঁজে পেয়েছে সে। জানাল কেরালার দ্বাদশ শ্রেণীর ছাত্র প্রবিথা পিএ। কিন্তু এই সামান্য একটি বোতামই তাক লাগিয়ে দিয়েছে ঐতিহাসিকদের। কারণটা বেশ অদ্ভুত। কারণ পাথরের বোতামের উপর খোদাই করে আঁকা একটি ছবি। ঠিক যেন ডানাওয়ালা একটা সিংহের ছবি। বুঝতে অসুবিধা হয় না যে এটা গ্রিক বা রোমান উপকথার বিখ্যাত স্ফিংসের ছবি। কিন্তু বোতামটি খুঁজে পাওয়া গিয়েছে ইউরোপের কোনো এলাকায় নয়, দক্ষিণ ভারতের একটি প্রত্যন্ত গ্রামে। ফলে এই আবিষ্কার যে ইতিহাসকে একটা নতুন দিশা দেখাতে চলেছে, সেকথা বলাই বাহুল্য।

পামা ইনস্টিটিউটের ছাত্র প্রবিথা এই বয়সেই জড়িয়ে পড়েছে একটি প্রত্নতাত্ত্বিক গবেষণার সঙ্গে। তাঁর আত্মীয় সুকুমারনের বাড়ির পিছনেই চলছিল খননকার্য। আর সেখানেই প্রবিথা খুঁজে পেল এই পাথরের বোতামটি। গবেষণার সঙ্গে জড়িয়ে ছিলেন রোমে প্রত্নতাত্ত্বিক গিউলিয়া রোকা। এমন একটা নমুনা খুঁজে পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত হয়ে পড়েন তিনি। আর এপ্রিল মাস থেকে এখনও পর্যন্ত চলছে গবেষণা। ইতিমধ্যে বেশ কিছু তত্ত্বের অবতারণাও করেছেন গবেষকরা।

একটি তত্ত্ব অনুযায়ী, হয়তো কেরালার এই পট্টানাম গ্রামেই ছিল বিখ্যাত ঐতিহাসিক বন্দর মুজিরিস। মোটামুটি খ্রিস্টপূর্ব প্রথম শতক থেকে খ্রিস্টীয় চতুর্থ শতক পর্যন্ত দক্ষিণ ভারতে মুজিরিস নামে একটি বন্দরের অস্তিত্বের কথা জানা যায়। এই বন্দরের সঙ্গে রোমান সাম্রাজ্যের ব্যবসা-বাণিজ্য চলত। ভারত থেকে রপ্তানি হত মশলা, ধাতু এবং অন্যান্য শৌখিন সামগ্রী। কিন্তু এরপর কোনো অজ্ঞাত কারণে হারিয়ে যায় সেই বন্দর। অনেকে অবশ্য মনে করেন পেরিয়ার নদীতে বন্যার ফলে বন্দর মজে যায়। আর তার পর থেকেই বাণিজ্য বন্ধ হয়ে যায়।

অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষক ক্রিস গোডসেন মনে করছেন বিগত এক দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার এই একটি পাথরের বোতাম। হয়তো আগামীদিনে ওই গ্রাম থেকে আরও নানা নমুনা পাওয়া যাবে, যার ফলে ভারত এবং রোমের বৈদেশিক যোগাযোগ নিয়ে আরও নানা তথ্য জানা যাবে। তবে আপাতত যেটুকু পাওয়া গিয়েছে, তাই অবাক করে। আর মাত্র দ্বাদশ শ্রেনীর এক ছাত্রের হাত দিয়েই এমন একটা আবিস্কারের সাক্ষী থাকল ঐতিহাসিক জগত।

Powered by Froala Editor

More From Author See More