পড়ুয়াদের জন্য শহরে বিশেষ ট্রাম, আগামী সপ্তাহেই নামছে পথে

বিপর্যস্ত পরিবহন ব্যবস্থা প্রায় স্বাভাবিক হয়ে এলেও কলকাতাবাসীর মন ভালো হয়নি। কলকাতার প্রাণ মেট্রো আর ট্রামই এতদিন শেডবন্দি হয়ে ছিল। তবে গত মাসে দক্ষিণ কলকাতায় ট্রাম চলাচল শুরু হওয়ায় অনেকেই আপ্লুত। দিনকয়েক আগে চালু হয়েছে মেট্রোও। আর এর মধ্যেই পড়ুয়াদের জন্য বিশেষ ট্রাম চালানোর সিদ্ধান্ত জানিয়েছে পরিবহণ দপ্তর। এর মাধ্যমে কলকাতার সমস্ত গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানকেই যুক্ত করা হবে বলেও জানানো হয়েছে।

করোনা আবহের মধ্যেই আমফানের দাপটে অনেক জায়গায় ট্রামলাইন ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে আনলক পর্যায়েও ট্রাম চলাচল শুরু করা যায়নি। দক্ষিণ কলকাতার লাইনগুলি সারিয়ে তোলা গেলেও শ্যামবাজার-ধর্মতলা রুটের ট্রাম রাস্তায় নামতে এখনও কয়েকদিন সময় লাগবে বলে মনে করা হচ্ছে। আর এই লাইন ঠিক হলেই আগামী সপ্তাহ থেকেই চালু হতে চলেছে স্টুডেন্ট স্পেশাল ট্রাম।

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে আবার স্কুল-কলেজ খোলার বিষয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। অনেক রাজ্যেই অক্টোবরের গোড়া থেকে পঠনপাঠন শুরু হতে চলেছে। পশ্চিমবঙ্গে এখনও তেমন কোনো ঘোষণা না হলেও খুব তাড়াতাড়ি স্কুল-কলেজ খুলতে পারে বলে মনে করছেন অনেকে। আর এই পরিস্থিতিতে পড়ুয়াদের যাতায়াত অন্যতম সমস্যা হতে পারে। শারীরিক দূরত্ব বজায় রেখে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে তারা যাতে নিরাপদে যাতায়াত করতে পারে, সেজন্যই নেওয়া হয়েছে এই উদ্যোগ। তবে সংক্রমণ যেভাবে ক্রমাগত বেড়ে চলেছে, সেখানে এভাবে পঠনপাঠন শুরু করা কতটা যুক্তিযুক্ত হবে, সে বিষয়ে ভাবনার অবকাশ থেকেই যাচ্ছে।

Powered by Froala Editor

Latest News See More