পাঠ্যপুস্তকে থাকবে সরীসৃপদের বিস্তৃত বিবরণ, সচেতনতা বাড়াতে পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের

বহু মানুষেরই সাপ অথবা অনান্য সরীসৃপ নিয়ে বিস্তর ভুল ধারণা রয়েছে। বিষহীন বা বিষধর – যে-কোনো ধরণের সরীসৃপ দেখলেই মেরে ফেলা বেশিরভাগ মানুষের অভ্যাস। তাই স্কুল জীবন থেকেই সরীসৃপ নিয়ে ছেলেমেয়েদের সচেতন করা জরুরি। সেই কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের জীববিজ্ঞান পাঠ্যবইয়ে আগামী বছর থেকে থাকবে সরীসৃপ জগতের বিস্তৃত বিবরণ।

শুধু মাত্র সরীসৃপদের সম্বন্ধে বইয়ের পাতায় জেনে রাখাই নয়, প্রয়োজনে তাদের হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখতেও বিশেষ শিক্ষার প্রয়োজন বলে মনে করেন অনেকেই। সরীসৃপ প্রাণীরা বাস্তুতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ  জীব। তাই তাদের বাঁচিয়ে রাখা পরিবেশের জন্যে প্রয়োজনীয়। 

আর জি কর মেড্যিকেল কলেজ এবং হসপিটাল এবং রাজ্য শিক্ষা পর্ষদের যৌথ উদ্যোগেই এই বিষয়ে সিলেবাস চালু হতে চলেছে ২০২০ থেকে। তবে তা সার্বিক ভাবে আদৌ কোনো পরিবর্তন আনে কিনা, তা ভবিষ্যতেই বোঝা যাবে।

Latest News See More