বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে সমস্ত প্রকৃতিকে হাতের মুঠোয় আনতে চেয়েছে মানুষ। আজও তার কর্মসূচি থেমে নেই। এমনকি আকাশে চাঁদ-সূর্যকেও মানুষ নিজের মতো করে গড়ে তুলতে চাইছে। আর সেই চাহিদা থেকেই শুরু হয়েছে কৃত্রিম সূর্য তৈরির চেষ্টা। সেই চেষ্টাতেই সম্প্রতি মাইলস্টোন তৈরি করল দক্ষিণ কোরিয়া। ১০০ মিলিয়ন কেলভিন রেকর্ড উষ্ণতা নিয়ে ২০ সেকেন্ড ধরে জ্বলে রইল দক্ষিণ কোরিয়ার কৃত্রিম সূর্য কে-স্টার।
বেশ কয়েক বছর আগে চিনে প্রথম কৃত্রিম সূর্য তৈরির প্রচেষ্টা শুরু হয়। দেখতে দেখতে দক্ষিণ কোরিয়া, জাপান সহ নানা দেশে ছড়িয়ে পড়ে সেই পরীক্ষা। সূর্যের বুকে যেভাবে আণবিক সমন্বয়ের মাধ্যমে তাপশক্তি জন্ম নেয়, সেভাবেই উষ্ণতা তৈরির চেষ্টা করা হয়েছে এখানে। তবে এখনও অবধি অন্য কোনো কৃত্রিম সূর্যই ১০ সেকেন্ডের বেশি উষ্ণতা ধরে রাখতে পারেনি। কে-স্টার হয়তো আরও বেশি সময় ধরে উষ্ণতা ধরে রাখতে পারত। কিন্তু সেই পরিমাণ জ্বালানি ছিল না।
কোরিয়ান ইনস্টিটিউট অফ ফিউশন এনার্জির পাশাপাশি সিওল ইউনিভার্সিটি এবং কলোম্বিয়া ইউনিভার্সিটির যৌথ প্রচেষ্টায় তৈরি হয়েছে এই কে-স্টার। ২০১৮ সালেই তার রেকর্ড উষ্ণতা ১০০ মিলিয়ন কেলভিন অবাক করেছিল সবাইকে। কিন্তু সেবার মাত্র ৫ সেকেন্ডের জন্য উষ্ণতা ধরে রাখতে পেরেছিল কে-স্টার। ক্রমশ তাকে আরও উন্নত করে ২০ সেকেন্ড পর্যন্ত উষ্ণতা পাওয়া গিয়েছে। এরপর এই কৃত্রিম সূর্যের উষ্ণতা বৃদ্ধির পাশাপাশি তাকে দীর্ঘক্ষণ জ্বালিয়ে রাখার বিষয়েও ভাবনাচিন্তা শুরু হয়ে গিয়েছে। ২০২৫ সালের মধ্যেই একটানা ৫ মিনিট এই কৃত্রিম সূর্যকে জ্বালিয়ে রাখতে পারবেন তাঁরা, আশাবাদী কোরিয়ান ইনস্টিটিউট অফ ফিউশন এনার্জির বিজ্ঞানীরা।
Powered by Froala Editor