একসঙ্গে দুটি বা তিনটি সন্তানের জন্ম দিতে দেখা যায় অনেককেই। কিন্তু একসঙ্গে ১০টি সন্তানের জন্ম! এমনটাও কি সম্ভব? গত মাসেই আফ্রিকার মালি দেশের এক মহিলা একসঙ্গে ৯টি সন্তানের জন্ম দিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার দিকে এগিয়ে গিয়েছিলেন। তবে সেই সম্ভাবনাকেই ব্যর্থ করতে চলেছেন দক্ষিণ আফ্রিকার আরেক মহিলা। সম্প্রতি একসঙ্গে ১০টি সন্তানের জন্ম দিয়েছেন তিনি। সম্ভবত মানুষের জানা ইতিহাসে এমন ঘটনা এই প্রথম।
স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে একসঙ্গে একাধিক সন্তানের জন্ম দেওয়ার প্রবণতা দেখা যায় ঠিকই, তবে মানুষ এক্ষেত্রে এক আশ্চর্য ব্যতিক্রম। সাধারণত একজন মা একবারে একটি সন্তানেরই জন্ম দিয়ে থাকে। তবে সাম্প্রতিক বেশ কিছু ঘটনায় তাজ্জব চিকিৎসকরাও। দক্ষিণ আফ্রিকার প্রেটোরিয়া শহরের বাসিন্দা গোসিয়াম থামারা সিথোলে তেমনই এক দৃষ্টান্ত। তাঁর গর্ভধারণের কয়েক সপ্তাহের মধ্যেই পায়ে অসহ্য যন্ত্রণা শুরু হয়। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, একটি নয় তিনি একসঙ্গে ৮টি সন্তানের জন্ম দিতে চলেছেন। তার মধ্যে দুটি ভ্রূণ ভুল জায়গায় স্থাপিত হয়েছে। তবে সামান্য চিকিৎসার ফলেই সেই সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে। এরপর সিথোলে নিজে বেশ দুশ্চিন্তায় থাকলেও চিকিৎসকরা আশ্বস্ত করেছেন, ভয়ের কিছু নেই।
অবশেষে ২৯ সপ্তাহের মাথায় প্রসব যন্ত্রণা শুরু হল সিথোলের। আর প্রসবের পর অবাক চিকিৎসক থেকে সিথোলের আত্মীয় সকলেই। ৮টি নয়, তিনি ১০টি সন্তানের জন্ম দিয়েছেন। তার মধ্যে ৭টি ছেলে এবং ৩টি মেয়ে। ৬ বছর আগে একসঙ্গে দুই কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন সিথোলে। সাধারণত একাধিক সন্তান ধারণের জন্য কৃত্রিম প্রযুক্তির সাহায্য নিয়ে থাকেন অনেকে। তবে সিথোলের ক্ষেত্রে বিষয়টি তেমন নয় বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। আপাতত কিছু প্রাথমিক পর্যবেক্ষণের কাজ বাকি। আগামী কয়েক সপ্তাহ প্রতিটা শিশু সুস্থ থাকলেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠবে সিথোলের। এই ঘটনায় আপ্লুত তাঁর স্বামীও।
Powered by Froala Editor
আরও পড়ুন
একুশ শতকেও উপনিবেশ! আফ্রিকার শহর ঘিরে দ্বন্দ্ব স্পেন-মরক্কোর