ভারতীয় পেসারদের দাপটে নাজেহাল দক্ষিণ আফ্রিকা, হল কনকাশন সাবস্টিটিউশনও

ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্টের প্রথম দিন থেকেই চালকের আসনে ছিল ভারত। তৃতীয় দিনে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ফলোঅন করানোর পর, দ্বিতীয় ইনিংসেও তারা হাবুডুবু খাচ্ছে ভারতীয় পেসারদের সামনে। উমেশ যাদব আর মহম্মদ শামির গতির সামনে একের পর এক উইকেট খুইয়ে বসেছে তারা। ইতিমধ্যেই আট উইকেট তুলে নিয়েছেন ভারতীয় বোলাররা। ফলে, টেস্ট জয় এবং সিরিজ ৩-০ জেতার একদম দোরগোড়ায় বিরাট কোহলির দল।

এরই মধ্যে, দক্ষিণ আফ্রিকার ইতিহাসে প্রথম কোনো টেস্ট ম্যাচে কনকাশন সাবস্টিটিউশনও হল। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে, দশম ওভারে উমেশ যাদবের ১৩৭ কিমি/ঘণ্টা বেগের বাউন্সার আছড়ে পড়ে ওপেনার ডিয়ান এলগারের হেলমেটে। আঘাত গুরুতর হওয়ায়, তাঁকে মাঠ ছাড়তে হয়। তখন তাঁর বদলি হিসেবে মাঠে আসেন থেউনিস দি ব্রুইন। আউট না হয়েও, আঘাতের কারণে ম্যাচ চলাকালীন ব্যাটসম্যান বদল দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে এই প্রথম।

Latest News See More