কিছুদিন আগেই প্রকট হয়েছিল স্নায়বিক সমস্যা। সাড়া দিচ্ছিল না মস্তিষ্কও। তবে স্বাভাবিক ছিল দেহের অন্যান্য সকল অঙ্গই। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার ব্যাপারে আশ্বস্ত করেছিলেন চিকিৎসকরা। রবিবার আবারও অবনতি হল স্বাস্থ্যের। শুরু হল অভ্যন্তরীণ রক্তক্ষণ। রবিবার রাতেও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি, এমনটাই জানাল হাসপাতাল।
করোনা থেকে মুক্তির পরেও ফিরে আসছে একের পর এক সমস্যা। দেহের একাধিক অঙ্গে ছড়িয়েছিল ক্যানসার। বার্ধক্যের পাশাপাশি কো-মর্বিডিটি থাকার কারণে ফিরে এসেছিল কিডনির সমস্যাও। এখনও অবধি তিনবার ডায়ালিসিস করতে হয়েছে প্রবীণ অভিনেতার। তবে অভ্যন্তরীণ রক্তক্ষরণের মতো ঘটনা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে এই প্রথম।
রবিবার তাঁর শারীরিক অবস্থার পর্যালোচনার পর চিকিৎসকরা জানিয়েছেন প্রয়োজন হতে পারে ৪ ইউনিট রক্ত দেওয়ার। যথেষ্ট কমেছে হিমোগ্লোবিনের মাত্রাও। জরুরি অবস্থায় সিটি অ্যাঞ্জিয়ো করে বন্ধ করার চেষ্টা করা হয় রক্তক্ষরণের স্থান। করা হয় ইন্টারভেনশনাল রেডিওলজিও। তবে তারপরেও ক্রমাগত ক্ষীণভাবেই রক্ত বেরিয়ে চলেছে অভিনেতার দেহ থেকে।
তবে অভ্যন্তরীণ রক্তক্ষরণ ছাড়া স্বাভাবিক রয়েছে ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রা। স্বাভাবিক রয়েছে দেহে অক্সিজেনের উপস্থিতিও। কিন্তু এক সমস্যা কাটতে না কাটতেই নতুন সমস্যা দেখা দেওয়ায় একেবারেই আশাবাদী হতে পারছে না মেডিক্যাল বোর্ড। সেইসঙ্গে দুশ্চিন্তার মেঘ ঘনিয়েছে হাজার হাজার ভক্ত, অনুরাগীদের মধ্যেও...
Powered by Froala Editor