কিছুদিন আগেই দক্ষিণী এবং হিন্দি সিনেমার তারকা সোনু সুদকে নিয়ে প্রশংসার ঝড় বয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। বাস ভাড়া করে নিজের দায়িত্বেই পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি। কর্নাটকে পৌঁছে দিয়েছিলেন কয়েকশো শ্রমজীবী মানুষকে। শ্রমিকদের জন্য আবারও একই উদ্যোগ নিলেন সোনু।
উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করে অনুমতি নিয়েই বেশ কয়েকটি বাসের বন্দোবস্ত করেন তিনি। অন্তত ৪০০ বেশি শ্রমিককে নিয়ে লখনউ, প্রতাগড়, হরদোই, সিদ্ধার্থনগরের পথে ইতিমধ্যেই যাত্রা করেছে বাসগুলি।
সম্প্রতি সংবাদমাধ্যমকে সোনু সুদ জানান, যতদিন না সমস্ত পরিযায়ী শ্রমিকরা পরিবারের কাছে পৌঁছাতে পারছে, নিজের মতো করেই এই কাজ চালিয়ে যাবেন তিনি। এর পাশাপাশিই ভাওয়ান্ডি এলাকায় প্রতিদিন হাজারেরও বেশি পরিযায়ী শ্রমিকদের খাবারের ব্যবস্থা করেছেন তিনি। এছাড়া লকডাউন শুরুতেই পাঞ্জাবে স্বাস্থ্যকর্মীদের জন্য দেড় হাজার পিপিই কিট দান করেছিলেন দাবাংয়ের এই খ্যাতনামা অভিনেতা।
সিনেমায় ভিলেনের চরিত্র অভিনয় করা মানুষটি সঙ্গে বাস্তব চরিত্রের যে আকাশ-পাতাল ফারাক, তা সামনে এলো আরও একবার। পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা, কষ্ট তাঁর দৈনন্দিন জীবনকে চঞ্চল করে তুলেছে। আর তাই খেটে খাওয়া মানুষদের জন্য নিজের সবটুকুই উজাড় করে দিচ্ছেন সোনু। এই মহানুভবতাকে ধন্যবাদ জানালেও কম পড়ে হয়তো। প্রকৃতপক্ষে জীবনের চলচ্চিত্রে সোনু এভাবেই নায়ক হয়ে গেছেন নিজের অজান্তেই…