কেরালা থেকে বিশেষ প্লেনে মহিলাদের ওড়িশায় পাঠালেন সোনু সুদ

সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যম— সব জায়গায় শিরোনামে তিনি। লকডাউনে যখন ক্রমশ অধৈর্য হয়ে উঠছি আমরা, তখন তিনিই হয়ে উঠেছেন পরিযায়ী শ্রমিকদের ‘মসিহা’। হ্যাঁ, অভিনেতা সোনু সুদের কথাই হচ্ছে। তাঁর কাজের কথা তো সবার মুখে মুখে ফিরছে এখন। তবে ‘ওইটুকু’ করেই ক্ষান্ত হননি তিনি। সম্প্রতি আবারও পরিযায়ী শ্রমিকদের নিজের গ্রামে ফেরত পাঠানোর উদ্যোগ নিলেন তিনি। এবার বাসে নয়, সরাসরি প্লেনে!

মুম্বই থেকে পরিযায়ী শ্রমিকদের সুস্থভাবে বাড়ি পাঠানোর জন্য সোনু নিজে বাসের আয়োজন করেছিলেন। তার মাঝেই খবর আসে, কেরালার এর্নাকুলামে আটকে পড়েছেন ১৭৭ জন মহিলা। এদের প্রত্যেকের বাড়ি ওড়িশায়। কেরালায় গিয়েছিলেন কাপড়ের কারখানায় কাজ করতে। লকডাউনের পর সব কারখানা, কাজ বন্ধ। এদিকে বাড়ি ফেরার রাস্তাও নেই। কেরালা থেকে ওড়িশায় হেঁটে আসাও দুঃসাধ্য। টাকাও নেই। এমন অবস্থায় তাঁরা প্রত্যেকেই আটকে আছেন কেরালায়। প্রার্থনা, যদি ঘরে ফিরতে পারেন… 

সেই প্রার্থনার কথাই এসে পৌঁছল অভিনেতা সোনু সুদের কাছে। সঙ্গে সঙ্গে উদ্যোগ নিলেন তিনি। এবার আর বাসে নয়, চার্টার্ড প্লেনের আয়োজন করলেন তিনি। তার আগে সরকারের সঙ্গে কথা বলে কোচি আর ভুবনেশ্বরের বিমানবন্দর খোলানোর সম্মতি জোগাড় করলেন। আরপর সেই বিশেষ প্লেনে ওই ১৭৭ জন মহিলাকে কেরালা থেকে নিয়ে আসা হল ওড়িশায়। সব মিলিয়ে সোনু সুদের এই সমস্ত উদ্যোগ যথেষ্ট প্রশংসার দাবি রাখে। একার উদ্যোগে যত জনকে সম্ভব সবাইকে নিজের বাড়ি পৌঁছে দিচ্ছেন তিনি। এমনকি নিজেই একটি টোল ফ্রি হেল্পলাইন নাম্বারও চালু করেছেন, যাতে দেশের যে কোনো প্রান্তের পরিযায়ী শ্রমিকরা তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারে। তিনি সাহায্যের জন্য পদক্ষেপও নিতে পারেন। ‘মসিহা’ বোধহয় এমনই হয়! 

Powered by Froala Editor