বাবা নেই, মায়ের একাকিত্ব ঘোচাতে সোশ্যাল মিডিয়ায় সঙ্গীর খোঁজ গৌরবের

নচিকেতার ‘বৃদ্ধাশ্রম’ গানটির সঙ্গে আমরা প্রত্যেকেই পরিচিত। শুধু গানেই কি? আমরা আমাদের চারিপাশে তেমন ‘উদাহরণ’ তো অনেক দেখতে পাই। সন্তানদের গাড়ি, বাড়ি হচ্ছে, আর বৃদ্ধা মা একা বসে দিন গুনছেন অচেনা কোনও আশ্রমে, বা বৃদ্ধাবাসে। গৌরব অধিকারী কখনও এসব ভাবেননি। বাবা নেই। কর্মসূত্রে বাইরে থাকেন তিনি। সেই সময় মায়ের একাকিত্ব তাঁকে কষ্ট দিয়েছে। কুরে কুরে খেয়েছে। তাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে মায়ের জন্য সঙ্গী খোঁজার কথা ঘোষণা করেছেন গৌরব।

গত রবিবার বিকেলে গৌরবের এই পোস্ট ভাইরাল হয় ফেসবুকে। চন্দননগরের বাসিন্দা গৌরব চাকরিসূত্রে বাইরে বাইরে থাকেন। এছাড়াও তাঁর ভ্রমণের নেশা। এদিকে বাড়িতে একা একা থাকেন মা দোলা অধিকারী। ২০১৪ সালে মারা যান গৌরবের বাবা। তারপর থেকে একাকিত্ব পেয়ে বসে বছর ৪৫-এর দোলাদেবীকে। এমনিতে বই পড়ে, গান শুনেই বাকি সময়টা কেটে যায় তাঁর। কিন্তু গৌরব বুঝতে পারেন তাঁর মায়ের অবস্থা।

কিন্তু তাঁর তো হাত-পা বাঁধা! কি করবেন তিনি? শেষমেশ উপায় বার করলেন গৌরব। মায়ের জন্য সঙ্গী খোঁজার দায়িত্ব নিলেন তিনি। ফেসবুকে দীর্ঘ পোস্টও করেন। শর্ত একটাই, মায়ের সঙ্গে থাকতে হবে। মা’কে সঙ্গ দিতে হবে। তাই বলে গৌরব নিজের দায়িত্ব থেকে সরে আসছেন না কখনই। তিনি বলেছেন, মায়ের সঙ্গে সব সময় থাকবেন তিনি। আজও আছেন, জীবনের বাকিটা সময়ও থাকবেন।