বাতাসের মাধ্যমেই ছড়াচ্ছে করোনা, আবারও এমন দাবি তুললেন বিজ্ঞানীরা

করোনার হাত থেকে এত তাড়াতাড়ি মুক্তি মিলছে না, এই কথাটা প্রায় সবাই বুঝে গিয়েছেন। যত দিন যাচ্ছে, ভারতে করোনার আক্রমণ বাড়ছে। গোটা বিশ্বেও বেশ কিছু জায়গায় নতুন করে ছড়াচ্ছে এই ভাইরাস। কিন্তু সংক্রমণ হচ্ছে কেমন করে? এর উত্তর খুঁজতে গিয়ে আবারও উঠে এল পুরনো একটি বিতর্ক। করোনা ভাইরাস বাতাসের মাধ্যমে সবার মধ্যে ছড়িয়ে পড়ছে, সম্প্রতি এমনই দাবি করেছেন একদল বিজ্ঞানী।

করোনা সংক্রমণের শুরুর দিন থেকে এই প্রসঙ্গটি বারবার সামনে এসেছে। আমাদের হাঁচি বা কাশির সঙ্গে ছোটো ছোটো ড্রপলেট বাতাসে মিশে যায় এবং একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত হাওয়ার মাধ্যমেই পৌঁছে যায়। করোনা আক্রান্তের ক্ষেত্রে এই ড্রপলেটের সঙ্গে মিশে থাকে ভাইরাসও। নির্দিষ্ট দূরত্বের মধ্যে কেউ থাকলে সেই ড্রপলেটের সংস্পর্শে তাঁরও করোনা সংক্রমণ হতে পারে। এই তত্ত্বটি শুরুর দিন থেকে প্রচলিত। এবার আবারও সেটাই তুলে আনলেন ২৩৯ জন বিজ্ঞানী। তাঁদের গবেষণাপত্রটিও কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হবে। তখন আরও বিস্তারিত জানা যাবে তাঁদের কাজের পদ্ধতি সম্পর্কে। 

উল্লেখ্য, এই একই কথা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-ও একসময় বলেছিল। কিন্তু করোনা সম্পূর্ণভাবেই বায়ুবাহিত একটি রোগ, এমনটা মানতে নারাজ তাঁরা। হু-এর মতে, যদি সত্যিই সম্পূর্ণভাবে বায়ুবাহিত হত, তাহলে বাইরে বেরোলেই আমরা সবাই করোনায় আক্রান্ত হতাম। সেটা তো হচ্ছে না। কাজেই এখনই এম্নতা বলা যাচ্ছে না। এর জন্য আরও বিস্তর পরীক্ষা ও গবেষণার প্রয়োজন। কাজেই বিজ্ঞানীদের এই সাম্প্রতিক দাবির ওপর ভিত্তি করে তাঁরা নির্দেশিকাও পরিবর্তন করবেন না। সব মিলিয়ে, আবারও বিতর্কের মঞ্চে উঠে এল করোনার ‘বায়বীয়’ প্রসঙ্গ। 

Powered by Froala Editor

আরও পড়ুন
ভারতে তৈরি দশ হাজার শয্যার কোভিড স্পেশালিটি হাসপাতাল, বিশ্বের বৃহত্তম