ভারতীয় থিয়েটার জগতের তিন নারী ব্যক্তিত্ব। তাঁদের লড়াই, ভাবনা, শৈলী— সমস্ত কিছুকে ক্যামেরাবন্দি করেছেন পরিচালক সোহিনী দাশগুপ্ত। এবার তাঁর সেই ডকুমেন্টারি ছবি ‘ড্রামা কুইন’ জায়গা পেল ২০১৯-এর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
বেঙ্গালুরুর বি জয়শ্রী, দিল্লির মলয়শ্রী হাসমি এবং মণিপুরের সাবিত্রী হেসনাম— এরাই সোহিনীর ডকুমেন্টারির তিন চরিত্র। থিয়েটার করতে এসে যে অভিজ্ঞতা হয়েছে, যা শিখেছেন সেসব তো আছেই, সেই সঙ্গে আছে লড়াইয়ের গল্পও। নানা বাধা টপকে তাঁরা নিজেদের স্বপ্নটাকে বাঁচিয়ে রেখেছিলেন। আর সেটাই দেখিয়েছে ‘ড্রামা কুইন’। এই বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘নন কম্পিটিটিভ’ সেকশনে দেখানো হবে এই ৫২ মিনিটের ছবিটি। এর আগেও সোহিনী দাশগুপ্তের ‘ছোটি মোটি বাতে’ দেখানো হয়েছিল চলচ্চিত্র উৎসবে। এবার ‘ড্রামা কুইন’ কীরকম সাড়া দেয়, সেটাই এখন দেখার।