তুষারপাতেও মিশে আছে প্ল্যাস্টিক, চাঞ্চল্যকর রিপোর্ট বিজ্ঞানীদের

প্ল্যাস্টিক সমস্যা বিশ্ব পরিবেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সমস্যা। এবার তুষারপাতেও সেই প্ল্যাস্টিকের কণার খোঁজ মিলছে। সম্প্রতি জার্মানির অ্যালফ্রেড ওয়েগেনার ইন্সটিটিউটের একদল বিজ্ঞানীর গবেষণায় এমনই একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আর্কটিক অঞ্চলে এই পরীক্ষা করেছেন তাঁরা। বেশ কয়েকদিনের তুষারপাতের ফলে সেখানে যে বরফ জমেছে, তাকেই গবেষণার কাজে ব্যবহার করেছেন তাঁরা। আর সেখানেই পাওয়া গেছে রাবারের টায়ার, ভার্নিশ, সিন্থেটিক ফাইবারের মতো বিভিন্ন বস্তুর ছোট ছোট কণা; যাদের আকার পাঁচ মিলিমিটারের থেকেও কম। হিসেব অনুযায়ী, প্রতি লিটারে প্রায় দশ হাজারেরও বেশি এমন প্ল্যাস্টিক ও প্ল্যাস্টিকজাত পদার্থের টুকরো পাওয়া গেছে।

একটি আন্তর্জাতিক জার্নালে এই বিষয়টি প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে বৈজ্ঞানিক মহলে দুশ্চিন্তা আরও বেড়ে গেছে। এমনিতেই বর্তমানে পৃথিবীর প্রায় প্রতিটা জায়গাই প্ল্যাস্টিক দূষণের কবলে। বহু প্রাণীর অস্তিত্ব এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন বৃষ্টি, তুষারেও প্ল্যাস্টিক থাবা বসালে, তা প্রকৃতই বিপদের কারণ।