ক্রিকেট ইতিহাসে প্রথমবার ম্যাচের মধ্যেই আহত স্মিথের ‘কনকাশন রিপ্লেসমেন্ট’ পেল অস্ট্রেলিয়া


কোনওদিন টেস্ট ক্রিকেটের ইতিহাসে যা ঘটেনি, সেটাই ঘটল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে। আর্চারের বলে ঘাড়ে আঘাত পাওয়া স্টিভ স্মিথ ছিটকে গেলেন টেস্ট শেষ হওয়ার আগে। আর, তাঁর জায়গায় বদলি খেলোয়ার হিসেবে টেস্টের দ্বিতীয় ইনিংসে খেলতে নামলেন অল-রাউন্ডার মারনাস লাবুশানে। পরিবর্ত ফিল্ডার নয়, একজন বৈধ ব্যাটসম্যান এবং বোলার হিসেবেই তিনি অংশ নিতে পারবেন এই টেস্টে। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই প্রথম ‘কনকাশন রিপ্লেসমেন্ট’।  

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলায় লর্ডসে মুহূর্তের জন্য ফিরে এসেছিল হিউজের আতঙ্ক। প্রথম টেস্টের দুই ইনিংসেই অসামান্য শতরানের পর ফের অনবদ্য ব্যাট করছিলেন স্টিভ স্মিথ। তখন অপরাজিত ৮০ রানে। হঠাৎ অভিষেক টেস্ট খেলতে নামা জোফ্রা আর্চারের বাউন্সার এসে আছড়ে পড়ে স্টিভ স্মিথের ঘাড়ে। মাটিতে লুটিয়ে পড়েন স্মিথ। তখনকার মতো উঠে গেলেও ফের মাঠে নেমে আউট হওয়ার আগে আরও ১২ রান যোগ করেন তিনি। পরে জানা যায়, চোখে ঝাপসা দেখছেন স্মিথ। সঙ্গে মাথা যন্ত্রণা, ঘোর-ঘোর ভাব। স্মিথকে নিয়ে আর কোনও ঝুঁকি নিতে চায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। ‘কনকাশন রিপ্লেসমেন্ট’-এর আবেদন জানানো হয়। সেই আবেদন মঞ্জুর হওয়াতে ঐতিহাসিক বদলি খেলোয়ার হিসেবে মাঠে নামেন লাবুশানে।

এখনও অবধি যা খবর, অ্যাশেজের তৃতীয় টেস্টেও রীতিমতো অনিশ্চিত হয়ে পড়েছেন প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথ।