মূক-বধিরদের ব্যবহারযোগ্য স্মার্টফোন, চমকপ্রদ আবিষ্কার কালনার বাঙালির

আজকের দিনে মোবাইল ছাড়া চলার কথা আমরা ভাবতেও পারি না। কিন্তু যারা কথা বলতে পারেন না, শুনতে পারেন না, তাঁরা কী করবেন? তাঁদের জন্যই বিশেষ ব্যবস্থা করলেন কালনার গোবিন্দ মণ্ডল। ওই মানুষগুলোর কথা ভেবে তৈরি করলেন বিশেষ স্মার্টফোন, যার সাহায্যে সহজেই একে অন্যের সঙ্গে কথা বলতে পারবেন মূক-বধিররা।

স্মার্টফোন হলেও, অন্যান্য মডেলের থেকে খানিক আলাদাই এটা। নাম ‘কমিউনিকেশন মেথড ডিভাইস’। এর বিশেষত্ব কোথায়? গোবিন্দবাবু অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে যোগ করেছেন তিনটি জিনিস। মাইক্রোফোন, স্পিকার এবং একটি বিশেষ সফটওয়্যার। এই সফটওয়্যারই হবে আসল মাধ্যম। যদি কোনো এক ব্যক্তি এই ফোনে কথা বলেন, তবে উল্টোদিকের বধির মানুষটির কাছে তা লিখিতভাবে পৌঁছে যাবে। আবার যিনি বলতে পারেন না, তিনি এই ফোনের মাধ্যমে যা লিখবেন, উল্টোদিকের মানুষটির কাছে সেটা ভয়েস হিসেবে পৌঁছে যাবে। এভাবে কারোরই আর কোনো অসুবিধা থাকবে না। ইতিমধ্যেই পেটেন্টও পেয়েছেন গোবিন্দবাবু।

আজকের একবিংশ শতকে দাঁড়িয়ে মোবাইল একটি নিত্যপ্রয়োজনীয় জিনিস। ক্ষতিকর প্রভাবগুলোকে মাথায় রেখেও মোবাইলের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না। মূক-বধির মানুষরা তাঁদের শারীরিক প্রতিবন্ধকতার জন্য কেন সেই সুবিধা পাবে না? হয়ত শুনতে পান না, বলতে পারেন না— কিন্তু বুঝতে এবং পড়তে তো পারেন। সেই ভাবনা থেকে গোবিন্দবাবুর এমন একটি উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। এখন সর্বত্র এই যন্ত্রটি পৌঁছে যাক, এটাই চাওয়া সবার।

Latest News See More