আয়তন শপিং ট্রলির মতো, পৃথিবীর ক্ষুদ্রতম বাড়িতে ২৪ ঘণ্টা কাটিয়ে ভাইরাল ইউটিউবার

ক্ষেত্রফল মাত্র ২৫ বর্গফুট। অর্থাৎ, ধরে নিতেই পারেন ৫ ফুট বাই ৫ ফুটের ছোট্ট এক ফালি জায়গা। উচ্চতা মেরে-কেটে ৩ ফুট। তলায় লাগানো রয়েছে চাকা। দেখলে সাধারণভাবেই মনে হবে কোনো সামগ্রী বহন করার ট্রলি। তবে একেবারেই তা নয়। এ হল পৃথিবীর ক্ষুদ্রতম বাড়ি। তৈরি করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ভাস্কর জেফ স্মিথ। আর এই বাড়িতেই ২৪ ঘণ্টা কাটিয়ে রীতিমতো সাড়া ফেলে দিলেন ইউটিউবার রায়ান ট্রাহান।

সম্প্রতি পৃথিবীর ক্ষুদ্রতম বাড়িতে একটা গোটা দিন কাটানোর অভিজ্ঞতাকে ভ্লগ আকারে ইউটিউবে প্রকাশ করেন রায়ান। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। দাঁড়ানো বা শোয়া তো দূরের কথা, সোজা হয়ে বসার অবধি জো নেই এই ক্ষুদ্রতম ঘরে। রায়ান ভ্লগটিতে নিজেও উল্লেখ করেন, এই বাড়ি এতটাই ছোটো যে মার্কিন অভিনেতা এবং প্রাক্তন রেসলার ডোয়েন জনসন ‘দ্য রক’ এই বাড়িতে প্রবেশই করতে পারবেন না তাঁর দৈহিক আকারের জন্য।

প্রাথমিকভাবে এই মিনিয়েচার হুইল হাউস তৈরি করার পর জেফ একটি চ্যালেঞ্জ দিয়েছিলেন এই বাড়িতে থাকার ব্যাপারে। তাতেই উৎসাহী হয়ে প্রথম কোনো ব্যক্তি হিসাবে সাড়া দেন রায়ান। আর তারপরেই শুরু হয় এই অসাধ্যসাধনের চেষ্টা। শুধু এই বাড়িতে কষ্ট করে দিন কাটানোর অভিজ্ঞতাই নয়, পাশাপাশি অবাক করা কিছু ঘটনারও সাক্ষী হয়েছেন রায়ান। 


হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে তাঁর এই ভ্রাম্যমাণ মিনিয়েচার হাউসের কথা জানতে পেরে হানা দিয়েছে পুলিশ। নির্দেশ দিয়েছিল অবিলম্বে সরে যেতে, বেরিয়ে আসতে এমন বাড়ি থেকে। তবে সমস্ত ঘটনা শুনে শেষ পর্যন্ত রণে ভঙ্গ দেন তাঁরা। এছাড়াও এমিলি এবং অ্যালিনা নামের দুই অপরিচিত যুবতিও তাঁকে এই অবস্থায় দেখে উদ্ধার করে ছুটে আসে। আবার রাতে হার্ভার্ড প্রাঙ্গণে কোনো গবেষক ক্যালকুলাসের ক্লাসও নিয়েছেন তাঁর! সব মিলিয়ে বিচিত্র এক রাত্রিযাপন।

রাতে অবশ্য অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তিনি। ছোট্ট এই ঘরের মধ্যে পপকর্ন তৈরি করতে গিয়ে প্রায় অগ্নিকাণ্ডই ঘটিয়ে বসেছিলেন তিনি। শেষ অবধি অর্ডার করা পিৎজা খেয়েই ঘুমোতে যান তিনি। সকাল ৭.১০-এ ঘুম ভাঙতেই দেখেন তাঁর জন্য অপেক্ষারত স্থপতি জেফ। চ্যালেঞ্জ সম্পূর্ণ করার জন্য তিনি স্বাগত জানান রায়ানকে। এখনও পর্যন্ত গিনেস বুক বা অন্য কোনো রেকর্ডের খাতায় নাম না তুললেও, এক অলিখিত মাইলস্টোনই যেন স্পর্শ করে ফেলেছেন রায়ান। আর তাঁর এই কৃতিত্ব দেখেই হতবাক নেটিজেনরা...

আরও পড়ুন
বিশ্বের ক্ষুদ্রতম আন্তর্জাতিক সেতু, দৈর্ঘ্য মাত্র ১০.৪ ফুট!

Powered by Froala Editor

Latest News See More