রেহাই পেল না সদ্যোজাতও, করোনা-সংক্রমণে মৃত্যু ৬ সপ্তাহের শিশুর

করোনা ভাইরাসের আক্রমণে এর আগে প্রাপ্তবয়স্ক, বৃদ্ধদের মৃত্যুর কথাই আমাদের কানে এসেছে। শিশুমৃত্যুর খবর সংখ্যায় খুবই কম ছিল। এবার আমেরিকায় শুরু হল তাও। করোনা ভাইরাসে সংক্রামিত হয়ে ছয় সপ্তাহের এক সদ্যোজাত শিশু মারা গেল সেখানে। এমন ঘটনায় শুধু শিশুটির পরিবার নয়, অনেকেই রীতিমতো ভেঙে পড়েছেন।

আরও পড়ুন
লকডাউনের জের, গার্হস্থ্য হিংসা ৩০% বাড়ল ফ্রান্সে

মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের গভর্নর নেড ল্যামন্ট সম্প্রতি টুইট করে এই সংবাদ জানিয়েছেন। গত সপ্তাহেই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কিছু সমস্যা দেখা যাচ্ছিল বলে ডাক্তাররা জানিয়েছেন। পরীক্ষা করে বোঝা যায়, করোনা ভাইরাস থাবা বসেছে এই একরত্তি শিশুটির দেহেও। তারপর থেকেই প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিলেন ডাক্তাররা। কিন্তু তার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল। সমস্ত চেষ্টা ব্যর্থ করে মারা গেল শিশুটি। বয়স ছিল মাত্র ছয় সপ্তাহ।

আরও পড়ুন
করোনায় না হলেও আর্থিক দুরবস্থায় মৃত্যু বাড়বে দেশে, জানাচ্ছেন ডঃ জয়জিৎ ভট্টাচার্য

আপাতত তার পরিবারকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে অন্যতম কনিষ্ঠ এই আক্রান্তের মৃত্যু শোকের ছাপ ফেলেছে সর্বত্র। এই ধরনের ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। আগে ধারণা ছিল, করোনায় অধিকাংশ ক্ষেত্রে বিপদে পড়েন বয়স্ক ব্যক্তি ও অসুস্থরা। শিশুদের ওপরে এর প্রভাব ততটা থাকে না। সেটা যে এক দিক থেকে ভুল; আমেরিকা, বেলজিয়াম, ইংল্যান্ড ইত্যাদি বেশ কয়েকটি দেশের সাম্প্রতিক ঘটনা সেটাই প্রমাণ করছে।

আরও পড়ুন
বাতাসেই করোনা মারবে এই মেশিন, চমকপ্রদ আবিষ্কার বাঙালি গবেষকের

এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে হবে মানুষকেই। তাই, আবারও একই অনুরোধ; ঘরের বাইরে খুব প্রয়োজন ছাড়া বেরোবেন না। এই কদিন ঘরেই থাকুন। যদি আপনার উপসর্গের সঙ্গে করোনার লক্ষনের মিল পান, তৎক্ষণাৎ হাসপাতালে ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করুন। অসুস্থতা লুকিয়ে রাখবেন না।

More From Author See More

Latest News See More