পুজো চলছে ‘করোনা মাতা’র, মহামারী থেকে বাঁচতে কুসংস্কারে ঝুঁকছে শিলিগুড়ি!

আস্তে আস্তে লকডাউনের নিয়ম শিথিল করা শুরু হয়েছে। অনেকেই হয়তো তাই চেয়েছিলেন। কিন্তু করোনা তার থাবা এখনও সরায়নি। বরং ভারত তো বটেই, পৃথিবীর ওপর আরও ভয়ানকভাবে চেপে বসছে। তারই মধ্যেই চলছে মানুষের ‘যজ্ঞ’, উপাসনা। লক্ষ্য, যাতে করোনা দূর হয়ে যায়। তারই সাম্প্রতিক নিদর্শন দেখা গেল পশ্চিমবঙ্গে। যেখানে লকডাউনের তোয়াক্কা না করে সবাই বেরিয়ে এসে একসঙ্গে ‘করোনা মাতা’র পুজো করছেন!

এই রাজ্যের রায়গঞ্জ এবং শিলিগুড়িতে দেখা গেল এমন অদ্ভুত কুসংস্কারের ছবি। রায়গঞ্জে রীতিমতো উপোস করে স্থানীয় মহিলারা পৌঁছে যান বন্দর পৌর শ্মশান এলাকায়। সবাই একসঙ্গে বসে তারপর চলল ‘করোনা মাতা’র পুজো। এমন দেবতা শাস্ত্রে পাওয়া গেছে কিনা জানা নেই। কিন্তু তাও চলেছে এই পুজো, তাও একসঙ্গে। একই দৃশ্য দেখা গেছে শিলিগুড়িতেও। সেখানকার রাজেন্দ্রনগর এলাকায় বেশ জাঁকজমক করেই ‘করোনা মাতা’র পুজোর আয়োজন করা হয়েছিল। শুধু ওখানেই নয়, আরও বেশ কিছু জায়গায় এমন ‘উৎসব’ চলেছে। পশ্চিমের রাজ্যগুলিতেও নাকি এই অদ্ভুত পুজোর প্রচলন শুনেছেন এই মানুষজন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেসব দেখে তাঁরা রাস্তায় নেমে এমন কাণ্ড করেছেন। 

লকডাউনের মধ্যে যেখানে করোনা এত মারাত্মক আকার নিচ্ছে প্রতিদিন, সেখানে কী করে সবাই একসঙ্গে বেরোন? এই সচেতনতাটুকুও কি হারিয়ে যাচ্ছে? ডাক্তার, গবেষকরা দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন। ভ্যাকসিন আবিষ্কার করার জন্য প্রবল চেষ্টা করে যাচ্ছেন। তার জায়গায় এরকমভাবে বেরিয়ে পড়ছেন মানুষরা। তাও কোনোরকম সুরক্ষা ব্যবস্থা না নিয়ে। সামাজিক বিধি শিকেয় তুলে এমন ঘটনা কি আদৌ কাম্য? এসব কি কুসংস্কার নয়? প্রশ্ন তুলছেন একাংশ… 

Powered by Froala Editor