মরুভূমির রাজ্যেও তাপমাত্রা নেমেছে শূন্যে, প্রকৃতির খামখেয়ালির শিকার রাজস্থানও

শেষে কিনা মরুরাজ্যের তাপমাত্রা শূন্য! ভাবলেও অবাক হয়ে যেতে হয় প্রকৃতির এমন খামখেয়ালিপনায়। মরুভূমিতে ভরা এই রাজস্থান, যাকে বাঙালি সেই সোনার কেল্লা সিনেমাতেও অন্য রূপে দেখেছে। আর সে-রাজ্যেই সিকার শহরের তাপমাত্রা শূন্যে নেমে গিয়েছিল দু’দিন আগে। মাউন্ট আবু, পিলানি ছাড়াও খোদ পিঙ্ক সিটি জয়পুরেও এ-বছর শীতে পারদ নেমেছে চড়চড় করে। যা দেখে রীতিমত শঙ্কিত সাধারণ মানুষ।

কিছুদিন আগেই রাজস্থানের নাগপুর শহরটি শিলাবৃষ্টিতে পুরু বরফের আচ্ছাদনে ঢেকে গেছিল। আর এমন ঘটনা এ অঞ্চলে বিরল বললেও কম বলা হয়।

প্রকৃতিকে তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে পরিবেশের ক্ষতি করে চলেছে মানুষ। আর প্রকৃতিও তার খামখেয়ালিপনায় যেন সবটা উশুল করে নিচ্ছে। রাজ্যের প্রশাসনিক বিভাগও রীতিমতো চিন্তিত আবহাওয়ার এই পরিবর্তনে। শীতের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে তারা আশ্রয় ও খাদ্যের জোগান দিচ্ছে। দেওয়া হচ্ছে কম্বলও। সাধারণ মানুষের কাছে এই শীত অচেনা। তাই এই পরিবর্তনে নানা অসুবিধের সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ।

কোথাও হঠাৎ খুব বৃষ্টি আবার কোথাও খরা, দীর্ঘদিন ধরেই প্রকৃতির এই পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জনজীবন। খুব শীঘ্রই পরিবেশ সচেতন না হলে সামনে সমূহ বিপদ আসতে চলেছে পৃথিবীর, আবহাওয়ার এই পরিবর্তনে প্রকৃতি কখন অস্বাভাবিক আচরণ করবে, তা আমাদের এখনও অজানা।

More From Author See More