মশারির ভেতর শুয়ে এদিক ওদিক দেখছে লোকটা। চারিদিকে অন্ধকার, তার মধ্যে কে যেন ঘন্টা বাজিয়েই যাচ্ছে। লোকটা বুঝতে পারে না, এই আওয়াজ কীসের। এটা কি তার ভেতরের বিপদঘন্টি নয়? এই অন্ধকারের মধ্যে দিয়েই তো চলেছে সবাই। লোকটার একটাই কথা, 'ওরা আমাকে মেরে ফেলতে চায়।'
যত দিন যাচ্ছে, একবিংশ শতক আধুনিক থেকে আধুনিকতর হচ্ছে। কিন্তু জাতপাতের বৈষম্য আজও সমাজের নানা জায়গায় রয়ে গেছে প্রবলভাবে। উঁচু জাতের হাতে দলিত বা নিচু জাতের নিগ্রহ ও একইসঙ্গে মৃত্যুর ঘটনাও উঠে আসে খবরের পাতায়। সেইরকমই পরিস্থিতিকে মাথায় রেখে তৈরি হয়েছে শর্ট ফিল্ম 'বদ্জাত দ্য আউটকাস্ট'। সৌরভ ভদ্রের পরিচালনায় এই ছবিতে যেন রয়েছে সেই অন্ধকারেরই এক খণ্ডচিত্র। আলো এই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্র। কখনও আসছে, আবার কখনও তার দেখা পাওয়া ভার। সেই আশাতেই ঘোরে সিনেমার প্রধান চরিত্র। যে ভূমিকায় অভিনয় করছেন অমিত সাহা। ছবিতে প্রতি মূহুর্তে নিজেকে, নিজের পরিচয়কে প্রশ্ন তুলেছেন তিনি। তিনি দৌড়চ্ছেন, একে একে আলো নিভে যাচ্ছে। সে যে নিচু জাতের লোক! আলোও যেন তার 'ছোঁয়া' এড়িয়ে যায়...
এভাবেই বেঁচে থাকা এবং জাতপাতের বেড়ার মধ্যে দিয়ে লড়াই করার গল্প 'বদ্জাত'। এনএসইউ আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের অফিশিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে সৌরভ ভদ্রের ছবিটি। আগামী ২ মার্চ এনএসইউ অডিটোরিয়ামে দর্শকরা ছবিটি দেখতে পাবেন। ছবিটির প্রযোজনায় রূপকলা কেন্দ্র।