পুজো হোক বা অন্যান্য অনুষ্ঠান— সব জায়গাতেই শোলার কাজ আমাদের সবার নজর কাড়ে। এবার বাংলার সেই শোলা শিল্পই জায়গা করে নিল বিশ্বের শিল্প আঙিনায়। নরওয়ের ট্রন্ডহিম আন্তর্জাতিক উৎসবে সেরার পুরস্কার পেল এই শোলার কাজ।
প্রত্যেক বছরেই সেপ্টেম্বর মাসে এই ট্রন্ডহিম শহরে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক উৎসব। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শিল্পীরা আসেন তাঁদের কাজ নিয়ে। এবার সেখানে গিয়েছিলেন বাংলার কমল মালাকার এবং শ্রীকান্ত পাল। পেশায় শোলাশিল্পী কমলবাবু বহুবছর ধরে এই ধরনের কাজ করে আসছেন। তৈরি করেছেন শোলার দুর্গাপ্রতিমাও। আর শ্রীকান্তবাবু রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে দৃশ্যকলা বিভাগের অধ্যাপক। এই দুইজনে মিলে ট্রন্ডহিম উৎসব মাতিয়ে রাখেন শোলার কাজে। তাঁরা তৈরি করেছিলেন আট ফুট লম্বা শোলার অর্ধনারীশ্বরের মূর্তি। মোট ছ’দিনে তৈরি করা এই মূর্তির মধ্য দিয়ে ভারতীয় ঐতিহ্যকেও তুলে ধরেছিলেন তাঁরা। তারই স্বীকৃতিস্বরূপ সেরার শিরোপা পেলেন এই দুই শিল্পী। সম্মানিত হল বাংলার শোলার শিল্প।
ছবি ঋণ - Shola Craft, Transform.no