বাংলা সিনেমা আর ওয়েব সিরিজে, ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে থ্রিলার জঁরটি। খুব শিগিগিরিই সৌরভ চক্রবর্তীর পরিচালনায় আর ট্রিকস্টার স্প্যান কমিউনিকেশনের প্রযোজনায় হইচই অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে আসতে চলেছে নতুন থ্রিলার 'শব্দ জব্দ'। সেইসঙ্গে, বাংলা ওয়েব সিরিজে ডেবিউ হতে চলেছে রজত কাপুরেরও। কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে এই সিরিজের টিজার। রহস্যের গন্ধ মাখানো টিজারে কাহিনির আভাসটুকু দিয়েই দর্শকদের মধ্যে সাড়া ফেলে দিয়েছিলেন সৌরভ। আজ ‘শব্দজব্দ’-র রিলিজ করল ট্রেলার। রহস্যের জাল তাতে আরও জটিল হয়ে উঠল। কাহিনির সুতো ছাড়লেন না পরিচালক। বরং, দর্শকদের কৌতূহলকে আরও খানিকটা উস্কে দিল ট্রেলারের মাধ্যমে।
এই কাহিনি আসলে একজন লেখকের কাহিনি। সে-কথা আমরা টিজারেই জানতে পেরেছি। সেই লেখকের লেখায় বারবার ঘুরে ফিরে আসে যৌনতা, আসে বিশ্বাসঘাতকতা। কিন্তু কেন? প্রশ্ন করেন সাংবাদিক। এভাবেই ট্রেলার শুরু হয়। আর তারপরের দৃশ্যেই দেখি একটি বাথটব। লেখকের সঙ্গে সেই বাথটব শেয়ার করছেন সেই মহিলা সাংবাদিক, যাঁকে আমরা আগের দৃশ্যে দেখেছি। হঠাৎ হোঁচট লাগে। এই দৃশ্য কি বাস্তব? নাকি হ্যালুসিনেশন? এই প্রশ্ন আছে ট্রেলারের সমস্তটা জুড়ে।
তারপর দেখি, কোনো এক অ্যাক্সিডেন্টের দৃশ্য লেখককে সবসময় তাড়া করছে। সেই অ্যাক্সিডেন্টে মারা যাওয়া মহিলা লেখকের এক পুরনো স্মৃতিকে উস্কে দিতে চাইছেন। সেই স্মৃতি কি বিশ্বাসঘাতকতার? এই মৃতা মহিলা কি বাস্তব? নাকি লেখকের কল্পনা? নাকি লেখকের চরিত্ররাই সর্বক্ষণ খেলা করে যাচ্ছেন তাঁকে নিয়ে? যেন বহুদিন আগে ফেলে আসা কোনো আতঙ্ক সারাক্ষণ লেখকের পিছু ফিরছে। তাঁর পরিবার সংসার থেকে টেনে নিয়ে যাচ্ছে পুরনো পাপের স্মৃতিতে। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন লেখক। তাঁর অবস্থা দেখে ভয় পাচ্ছেন স্ত্রী। আর লেখকের ভয়, তাঁর এই আতঙ্ক যদি তাঁর স্ত্রীকেও গ্রাস করে ফেলে?
টানটান রহস্যের সঙ্গে মনস্তত্ত্বের জটিল সমীকরণে বাঁধা এই সিরিজের কাহিনি। আর ট্রেলার থেকেই বোঝা যায়, তার সঙ্গে রয়েছে বাস্তব আর কল্পনার জগতের এক টানাপোড়েন। যেন দুই জগতের সূক্ষ্ম সীমানাটা হঠাৎ কোনোভাবে মুছে গেছে। কিভাবে কাহিনির জট খোলেন পরিচালক, তারই অপেক্ষায় দর্শকরা।
অভিনয়ে রজত কাপুরের সঙ্গে আছেন পায়েল সরকার, সুব্রত দত্ত, মুমতাজ সরকার, সালোনি পাণ্ডে, কঙ্কনা চক্রবর্তী প্রমুখ। সৌরভের পরিচালনায় আগের দুটি ওয়েব সিরিজ 'কার্টুন' এবং 'ধানবাদ ব্লুজ' দর্শকদের প্রশংসা পেয়েছে। তারপর 'শব্দ জব্দ'এর কাস্টিং এই আশা জাগিয়েছিল। সেই প্রতীক্ষাকেই বাড়িয়ে দিল সিরিজের ট্রেলার। যুক্তির সিঁড়ি ভেঙে রহস্যের জাল খুলতে পারবেন পরিচালক? নাকি লোক চমকানো ক্লাইম্যাক্স দিয়েই বাজার মাত করবেন? নজর থাকুক সেদিকেই।