গৃহহীন মানুষদের জন্য বিশেষ আশ্রয়কেন্দ্র সল্টলেকে

পথে পথেই দিন কাটে তাঁদের। দু’বেলা পেট ভরা ভাত পাওয়া, না-পাওয়া নির্ভর করে ভাগ্যের ওপর। ঝড়-জল, প্রাকৃতিক দুর্যোগের দিনে আরও শোচনীয় হয়ে ওঠে তাঁদের অবস্থা। কলকাতা (Kolkata) শহরের গৃহহীন মানুষদের কথাই হচ্ছে। এবার তাঁদের জন্যই কলকাতায় খুলতে চলেছে বিশেষ আশ্রয়কেন্দ্র (Homeless Shelter)। 

পূর্ব কলকাতার ইএম বাইপাসের কাছে সুকান্তনগরে এই বিশেষ আশ্রয়কেন্দ্রটি তৈরি হবে বলেই জানাচ্ছেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আধিকারিকরা। তিনতলা এই আশ্রয়কেন্দ্রে সবমিলিয়ে ৬০ জন গৃহহীনের থাকার ব্যবস্থা করবে সরকার। মূলত, বয়স্ক এবং বিশেষভাবে সক্ষমদেরই প্রাধান্য দেওয়া হবে আশ্রয়দানের ক্ষেত্রে। তাঁদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই বিশেষ ভবনটির নকশাও। উল্লেখ্য, ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন স্কিমের আওতায় বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং কেএমসির যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে 'আশ্রয়'-খ্যাত এই বিশেষ আশ্রয়কেন্দ্রের। গত মঙ্গলবারই উদ্বোধন হল এই আশ্রয়কেন্দ্র। কিছুদিনের মধ্যেই শুরু হবে গৃহদানের প্রক্রিয়া।

সল্টলেকের এই প্রকল্পের সৌজন্যে যে কেবলমাত্র মাথা গোঁজার ঠাঁই পাবেন গৃহহীনরা, এমনটা নয় মোটেই। একইসঙ্গে প্রবীণ এবং বিশেষভাবে সক্ষম গৃহহীনদের জন্য একাধিক সুযোগ-সুবিধা প্রদান করা হবে এই আশ্রয়কেন্দ্রে। দৈনন্দিনের বিনামূল্যে সরবরাহ করা হবে খাদ্যদ্রব্য। থাকবে চিকিৎসা পরিষেবাও। সবমিলিয়ে, গৃহহীনদের হাতে সুস্থ-স্বাভাবিকভাবে বাঁচার রসদ তুলে দেবে এই আশ্রয়কেন্দ্র। বদলে দেবে জীবন। তবে পরবর্তীতে বাংলার অন্যান্য অংশেও এধরনের আশ্রয়কেন্দ্র গড়ে উঠবে কিনা, সে-ব্যাপারে এখনও পর্যন্ত কোনো তথ্য প্রকাশ্যে আনেনি কেএমসি…

Powered by Froala Editor