অ্যাথলেটিকস-এ জামাইকা বিশ্বের গর্ব। উসেইন বোল্ট ছাড়াও সে-দেশ জন্ম দিয়েছে পৃথিবীর দ্রুততম নারীর। শেলি অ্যান নামটি অ্যাথলেটিকসে আগ্রহী সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষদের কাছে খুবই পরিচিত। সম্প্রতি দোহায় আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে উসেইন বোল্টের মোট স্বর্ণপদক জয়ের রেকর্ড ভেঙে দিলেন বিশ্বের দ্রুততম এই নারী।
১০০ মিটার দৌড়ে শেলি অ্যানের ঝুলিতে এখনও পর্যন্ত দুটি অলিম্পিক স্বর্ণপদক। ২০১৯-এ জয়ের পর তিনি এখন চারবারের বিশ্বচ্যাম্পিয়ন। উসেইন বোল্টের ঝুলিতেও এতবার বিশ্বচ্যাম্পিয়ন হবার রেকর্ড নেই।
৩২ বছর বয়সী এই মহিলা একটি সন্তানের মা। প্রেগনেন্সি কাটিয়ে ট্র্যা্কে ফেরা তার জীবনে সহজ ছিল না। কিন্তু যে রাধে, সে চুলও বাঁধে। ট্র্যানকে ফিরেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে সে কথাই আরেকবার প্রমাণিত করলেন শেলি। দোহায় আয়োজিত ১০০ মিটার দৌড় শেষ করতে তাঁর সময় লেগেছে ১০.৭১ সেকেন্ড।
মা হয়েও কেরিয়ারে সফল হওয়ার ঘটনা খেলাধুলোর জগতে নতুন নয়। তবে বিশ্বরেকর্ড করে ফিরে আসতে পারেন কজন! আগামী বছর অলিম্পিক। এই ফর্ম বজায় রাখলে তৃতীয় বারের জন্যে তাঁর ঝুলিতে যে আরেকটি স্বর্ণপদক ঢুকবে না, তা কে বলতে পারে।