মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেতার পুরষ্কার জিতলেন শাশ্বত চট্টোপাধ্যায়

আবারও একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভারতীয় সিনেমার মুখ উজ্জ্বল করল বাংলা সিনেমা। মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেতার পুরষ্কার জিতে নিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। ইন্দ্রনীল ঘোষের প্রথম সিনেমা ‘শিরোনাম’-এ অভিনয়ের সুবাদে এই পুরস্কার জিতে নিয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। ইন্দ্রনীল ঘোষ প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের ভাই। এর আগে একাধিক চলচ্চিত্রে শিল্প নির্দেশকের ভূমিকায় দেখা গেছে ইন্দ্রনীলকে। প্রথম সিনেমা ‘শিরোনাম’ পরিচালক হিসেবেও তাঁর প্রতিভা ও দক্ষতাকে স্বীকৃতি দিল।

হায়দ্রাবাদের বাংলা চলচ্চিত্রে উৎসবে উচ্চপ্রশংসিত হয়েছিল ‘শিরোনাম’। তারপর মাদ্রিদ চলচ্চিত্র উৎসবেও ডাক পায় এই ছবি। লন্ডন ইন্টারন্যাশনাল মোশন পিকচার্স অ্যাওয়ার্ডের জন্যও নির্বাচিত হয়েছে ‘শিরোনাম’। এই ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়ের নজরকাড়া অভিনয়ই তাঁকে মাদ্রিদ মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেতার পুরষ্কার এনে দিয়েছে। শাশ্বতর অভিনয় জীবনে এই পুরষ্কার নিঃসন্দেহে একটি বড় প্রাপ্তি।

এই ছবিতে শাশ্বত ছাড়াও অভিনয় করেছেন অঞ্জন দত্ত, যিশু সেনগুপ্ত, স্বস্তিকা মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায় প্রমুখ।