ফিরছে শক্তিমান, টিভির পর্দায় আবার নব্বইয়ের ‘সুপারহিরো’

নব্বইয়ের দশকের শেষ দিক। সদ্য ঘরে ঘরে নেওয়া হচ্ছে সাদা কালো টিভি। ততদিনে শাহরুখ-সালমানরা হয়ে উঠেছেন বহু তরুণদের আইকন আর তরুণীদের হার্টথ্রব। অ্যান্টেনা দেওয়া টিভি, অল্প ঝড়বৃষ্টি হলেই টিভি ঝিরঝির করত। সেইসব ঝিরঝিরে টিভির যুগে ১৯৯৮ সালে ডিডি ওয়ান চ্যানেলে সম্প্রচার শুরু হয় 'শক্তিমান' নামের একটি টিভি সিরিয়ালের। তারপর বাকিটা ইতিহাস। টানা আট বছর ধরে চলা এই সিরিয়ালের একটিও এপিসোড দেখেনি এমন ছেলে-মেয়ে খুঁজে পাওয়া কঠিন। হারিয়ে যাওয়া সেই টিভি সিরিয়াল আবার ফিরতে চলেছে আগামী ছ’মাসের মধ্যে। ঘোষণা করলেন স্বয়ং শক্তিমান থুড়ি অভিনেতা ও স্রষ্টা মুকেশ খান্না।

মুকেশ খান্নার এই টিভি শো শেষ হয়ে যাওয়ার পর অনেকবছর ধরেই শক্তিমান ভক্তরা চাইছিলেন এই সিরিয়ালটি আবার ফিরে আসুক। অবশেষে আশার আলো দেখাচ্ছেন তিনি।


প্রকৃতির মূল পাঁচটি পদার্থই ছিল শক্তিমানের আয়ত্তে – ক্ষিতি, অপ, তেজ, মরুৎ ও ব্যোম। অথচ এই শক্তিমানের অল্টার ইগো পন্ডিত গঙ্গাধর বিদ্যাধর শাস্ত্রীর চরিত্রটি অনেকেই মনে রেখে দিয়েছেন আজও। অনান্য সুপারহিরো চরিত্রের মতই সেও ছিল শয়তানদের শত্রু।

চিরকাল ভালো আর মন্দের মধ্যে যে লড়াই, তারই প্রতীক শক্তিমান। অন্তত নব্বইয়ের দশকে বড় হওয়া যে প্রজন্মের, তাদের কাছে শক্তিমানের আবেগ সত্যিই আলাদা। শৈশব-কৈশোরের সেই নস্টালজিয়া কি ফিরে আসবে আবার?