ইংরাজি-হিন্দি মিডিয়ামের হলে তবেই চাকরি, সেনকো গোল্ডের বিজ্ঞাপনে ‘বঞ্চিত’ বাংলা মিডিয়াম

সাম্প্রতিককালে ভাষা ও জাতিভিত্তিক বিভিন্ন ইস্যুতে উত্তপ্ত হয়েছে রাজ্য-রাজনীতি। তা সে এনআরসি-ই হোক, বা জয়েন্ট পরীক্ষায় বাংলা প্রশ্নপত্রের দাবি। এর পাশাপাশি বিভিন্ন সামাজিক বিষয় নিয়েও গর্জে উঠেছেন বাঙালিরা। বাঙালির বিরুদ্ধে বিভিন্ন অন্যায়-অবিচার ও বঞ্চনার নজিরও নেহাৎ কম নয়। তেমনই এক উদাহরণ দেখা গেল আবার, কলকাতার একটি নামী গয়না প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনে।

দিনকয়েক আগে ‘সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস’ সংস্থা সেনকো গোল্ডের আইটি ডিপার্টমেন্টের জন্য তরুণ ও অভিজ্ঞ স্নাতকদের চাকরি সংক্রান্ত একটি বিজ্ঞাপন দেয় সোশ্যাল মিডিয়ায়। সেই বিজ্ঞাপন থেকে জানা যাচ্ছে, সেনকো গোল্ডের বালিগঞ্জ শাখায় নিযুক্ত করা হবে চাকরিপ্রার্থীকে। অথচ সেই বিজ্ঞাপনের বয়ানে ইংরাজিতে লেখা, আবেদনকারীর ‘ব্যাকগ্রাউন্ড’ যদি ইংরাজি ও হিন্দি মাধ্যম হয়, তাহলেই নিযুক্ত করা হবে। বাংলা মাধ্যমে পড়াশুনা করেছেন এমন কাউকে নেওয়া হবে না – সেই প্রচ্ছন্ন ইঙ্গিতও বিজ্ঞাপনটিতে স্পষ্ট।

আর এতেই ক্ষোভে ফেটে পড়েছেন বাঙালিদের একাংশ। যে রাজ্যের ৮৬ শতাংশেরও বেশি নাগরিক বাঙালি, সেখানকার রাজধানী কলকাতার একটি গয়না প্রস্তুতকারক সংস্থার এমন বিজ্ঞাপন দেখে ক্ষুব্ধ অনেকেই। তাহলে কি বাংলা মাধ্যমে যাঁরা পড়াশোনা করেছেন, তাঁদের চাকরির যোগ্যতা নেই? কেন শুধুমাত্র ইংরাজি ও হিন্দি মাধ্যমে পড়াশোনা করলে তবেই নিযুক্ত করা যাবে? উঠছে এমন প্রশ্নও।

প্রসঙ্গত, এই সংস্থাটি কোনো ভিন রাজ্যের নয়, খোদ বাংলারই। এতেই আরও তীব্র হয়েছে বিতর্ক। বাংলারই একটি গয়না প্রস্তুতকারক সংস্থা বাংলা মাধ্যমে পড়া ছাত্রছাত্রীদের চাকরির ক্ষেত্রে ধর্তব্যের মধ্যেই আনছে না – খানিক অপমানের নয় কি?

সমালোচনার মুখে পড়ে গতকাল রাতে নির্দিষ্ট ফেসবুক পোস্টটি ডিলিট করে দিয়েছে সেই সংস্থা। তবে তাতেও ক্ষোভ কমেনি বিশেষ। সব বিতর্ক, ক্ষোভের পরে প্রশ্ন একটাই – বাঙালিকে এই অবজ্ঞা আর কতদিন?

Latest News See More