আন্তর্জাতিক মানের নিরাপত্তা পাবে জিরাফ

শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন, ‘ধর্মেও আছো জিরাফেও আছো’। কিন্তু রিপোর্ট অন্য কথা বলছে। জিরাফের সংখ্যা কমছে দিনকেদিন। তবে শুধু জিরাফই কেন, অনেক প্রাণীর সংখ্যাই কমে চলেছে প্রতিনিয়ত। মানুষের অবস্থা যত না খারাপ, তার চেয়েও বেশি খারাপ জীবজন্তুর অবস্থা। কিন্তু এরই মধ্যে আশার আলো দেখাচ্ছে অ্যাপেন্ডিক্স ২ ডেজিগনেশন।

সাম্প্রতিকতম জেনেভার ওয়াইলড লাইফ কনভেনশন অনুযায়ী, এবার থেকে আন্তর্জাতিক মানের নিরাপত্তা পাবে জিরাফ। সম্প্রতি আই ইউ সি এন জিরাফের অস্তিত্বকে আশঙ্কাজনক ঘোষণা করেছে। গত তিরিশ বছর ধরে জিরাফের সংখ্যা কমেছে ৩৬-৪০%। সংরক্ষণকারীদের আশা, এই নিরাপত্তা জিরাফের সার্বিক সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করবে।

Latest News See More