দেখতে দেখতেই ১ কোটি ৩০ লক্ষে পৌঁছে গেছে পৃথিবীর মোট করোনা আক্রান্তের সংখ্যা। মৃত্যু হয়েছে সাড়ে ৫ লক্ষের বেশি মানুষের। যত দিন যাচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে সংক্রমণের হার। কিন্তু এই কঠিন পরিস্থিতিতেই আশার আলো দেখাল রাশিয়া। মস্কোর সেচেনভ ফার্স্ট স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটি জানাল মানব শরীরে করোনা ভাইরাস ভ্যাকসিনের প্রয়োগ সম্পূর্ণ সফল হয়েছে।
গত জুন মাসের মাঝামাঝি সময় রাশিয়ার এই বিশ্ববিদ্যালয় এই ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল শুরু করেছিল। মাত্র ১ মাসের মধ্যেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল এই গবেষণা। রাশিয়ার সংবাদ মাধ্যম স্পুটনিকে সম্প্রতি এই খবরের সত্যতা দাবি করেন ইন্সটিটিউট অফ ট্রান্সন্যাশনাল মেডিসিন অ্যান্ড বায়োটেকনোলজি-র ডিরেক্টর ভাদিম তারসোভ। তিনি জানান, মানবশরীরে এই ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে কিনা, কিংবা কতটাই বা নিরাপদ তা দেখার জন্যই ট্রায়াল করা হয়েছিল। যার ফলাফল সম্পূর্ণ ইতিবাচক। উল্লেখ্য এই মুহূর্তে পৃথিবীতে শতাধিক ভ্যাকসিন প্রস্তুতির কাজ চললেও, এই সাফল্য প্রথম পেল তারাই।
প্রথম পর্যায়ে ক্লিনিকাল ট্রায়ালে অংশগ্রহণকারী রোগীদের ছেড়ে দেওয়া হবে আগামী বুধবার। দ্বিতীয় পর্যায়ে ২০ তারিখে মুক্তি মিলবে বাকিদেরও। তবে এখানেই শেষ নয়। গবেষণা জারি রাখবে রাশিয়ার এই বিশ্ববিদ্যালয়। তাঁদের লক্ষ্য নতুন পদ্ধতিতে করোনা ভাইরাসের আরও ভ্যাকসিন তৈরি করা।
সারা পৃথিবী যখন ভাইরাসের আবহে জর্জরিত তখন রাশিয়ার এই জীবনদায়ী গবেষণাই ভরসা জোগাচ্ছে বিশ্বের সমস্ত স্বাস্থ্যকর্মীদের। সাধারণ মানুষকে দেখাচ্ছে আশার আলো। বিশেষজ্ঞরা মনে করছেন এই ভ্যাকসিনের হাত ধরেই মহামারী শেষ হতে চলেছে। তবে অনেকেরই আশঙ্কা অন্যান্য কোম্পানিগুলির মতোই শেষ মুহূর্তে খুঁত বেরবে না তো এই ভ্যাকসিনেও? তবে এসব পাশ কাটিয়েই রাশিয়ার এই বিজ্ঞানীরা ইঙ্গিত দিয়েছেন, খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে কোভিড-১৯ ভ্যাকসিন। আর সেদিকেই তাকিয়ে রয়েছে সারা বিশ্ব...
Powered by Froala Editor