সমুদ্রের জলকে পানীয় জলে বদলে দেবে সৌরশক্তিই!

জলকষ্টে ভুগছে পৃথিবীর বিভিন্ন দেশ। এই মৌলিক সমস্যায় তৃতীয় আর প্রথম বিশ্বের পার্থক্য খুবই কম। এই সমস্যারই এক অভিনব সমাধান বের করল ‘গিভ পাওয়ার’ নামের একটি পরিবেশপ্রেমী এনজিও।

সৌরশক্তির সাহায্যে নোনতা সামুদ্রিক জলকে মিষ্টি পানীয় জলে পরিবর্তন করার অভিনব ধারণাটি মাথায় আসে এনজিও-টির। এই পরিকল্পনাকেই বাস্তবে পরিণত করার জন্য তারা টেস্ট স্যাম্পল চালায় কেনিয়ার ছোট্ট গ্রাম কিউনগাতে। পরিকল্পিত এই সোলার ফার্মটি সোলার প্যানেলের সাহায্যে ৫০ কিলোওয়াট এনার্জি তৈরি করতে পারবে। এর সঙ্গে থাকবে উচ্চ কার্যক্ষমতার টেসলা ব্যাটারি এবং ২৪ ঘণ্টা চালু থাকা দুটি জলের পাম্প।

এনজিও-টির মত অনুযায়ী, মাথাপিছু মাত্র ২০ ডলার বিনিয়োগ করলেই, ৩৫০০০ হাজার মানুষ প্রতিদিন পরিষ্কার জল পাবেন।

পরিবেশবান্ধব এই ব্যবস্থা আফ্রিকার জলকষ্টে ভোগা আরও কয়েকটি গ্রামে চালু করতে চায় এনজিও-টি। কিন্তু জলের জন্য মাথাপিছু প্রত্যেকদিন ২০ ডলার বিনিয়োগ করার ক্ষমতা কতটা রয়েছে তৃতীয় বিশ্বের দেশগুলির, সেটাই এখন প্রশ্ন।