বিশ্বে প্রথম, দেশের সমস্ত মহিলাকে বিনামূল্যে ঋতুকালীন সুরক্ষা দেবে স্কটল্যান্ড

আজও ঋতুস্রাব বলতেই সমাজের চোখ কুঁচকে ওঠে। নারীজীবনের স্বাভাবিক ঘটনাকে ঘিরে আছে নানা কুসংস্কার। আর তার মধ্যেই নতুন করে সচেতনতার উদ্যোগ নিচ্ছেন বহু মানুষ। রাষ্ট্রীয় স্তরেও প্রভাব ফেলছে সেইসব উদ্যোগ। আর সম্প্রতি স্কটল্যান্ড সরকার জানিয়ে দিল, দেশের সমস্ত ঋতুকালীন মহিলার পরিচ্ছন্নতার দায়িত্ব সেই দেশের।

এই প্রথম কোনো দেশের সরকার ঋতুকালীন মহিলাদের পরিচ্ছন্নতার দায়িত্ব নিল। গতবছর ইংল্যান্ডেও অনুরূপ ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে তা শুধু স্কুল-কলেজের কিশোরীদের জন্য। এবার দেশের সমস্ত মহিলার কাছে বিনামূল্যে স্যানিটাইজেশন প্যাক পৌঁছে দেবে স্কটল্যান্ড সরকার। ইতিমধ্যে এর জন্য ৮.৭ মিলিয়ন ইউরো ধার্য করা হয়েছে।

২০১৭ সালের সমীক্ষা বলছে, স্কটল্যান্ডের ২০ শতাংশ মহিলাই উপযুক্ত স্যানিটাইজেশনের সুযোগ পান না। আর তার থেকে ছড়িয়ে পড়ে নানা ধরনের ইনফেকশন। প্রধানমন্ত্রী মনিকা লেনন জানিয়েছেন, এবার স্কটল্যান্ডের পড়ুয়ারাই দায়িত্ব নিয়ে কিট পৌঁছে দেবেন সকলের কাছে। নারীর অধিকারের লড়াইতে এই ঘটনা যে এক ঐতিহাসিক ঘটনা, তাতে সন্দেহ নেই।

Powered by Froala Editor

Latest News See More