প্রতিদিন এই পৃথিবীতে কত কিছুই আবিষ্কার হয়ে চলেছে। তবে সেই জিনিস যদি বৃহত্তম বা ক্ষুদ্রতম হয়, তাহলে খানিকটা আলাদা আগ্রহের সঞ্চার হয় বৈকি। ঠিক যেমন এক সময়ের ঢাউস ক্যামেরা থেকে এসেছিল মুঠোয় ধরা ডিজিট্যাল ক্যামেরা, সেদিনও অবাক হয়েছিল মানুষ। ঠিক তেমনি আবারও অবাক করলেন ওয়াশিংটন ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী। তাঁদের তৈরি ক্যামেরা আকারে ও অনন্যা এতটাই ছোটো যে, একটা ছোটো পোকাও তাকে বয়ে নিয়ে যেতে পারে।
সম্প্রতি সায়েন্স রোবোটিক্স পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে এই ক্যামেরার কথা জানা গিয়েছে। প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই ক্যামেরার ওজন মোটামুটি ২৫০ মিলিগ্রাম। এবং আয়তনেও একটি ছোটো পোকার সমান। তবে তার লেন্স তেমন উন্নত নয়। খুব কম রেজোলিউশনের সাদা-কালো ছবি তুলতে পারে এই ক্যামেরা। আর সঙ্গে সঙ্গে সেই ছবি পাঠিয়ে দিতে পারে ক্যামেরার সঙ্গে যুক্ত স্মার্ট ফোন বা কম্পিউটারে। শুধুই স্টিল ছবি নয়। পাঠাতে পারে ভিডিও। তবে সেই ভিডিওতে প্রতি সেকেন্ডে থাকবে মাত্র ২৫টি ফ্রেম।
তবে এই ছোট্ট ক্যামেরা এক ধরনের বেআইনি সার্ভলিয়েন্স তৈরি করতে পারে। আর সেই বিষয়েও সচেতন বিজ্ঞানীরা। তাই যতদিন সরকার বিশেষ আইন তৈরি করতে পারছে, ততদিন এই ক্যামেরা বাজারে আসছে না। কিন্তু সাধারণ মানুষের সামনে এই অনবদ্য আবিষ্কার তুলে ধরতে তো আপত্তি নেই।
Powered by Froala Editor
আরও পড়ুন
বয়স প্রায় ৮.৫ কোটি বছর কম, চাঁদের বয়স নিয়ে নয়া তত্ত্ব মহাকাশবিজ্ঞানীদের