অস্ট্রেলিয়া থেকে পাড়ি দিয়েছিল এশিয়ায়, উদ্ধার ১০ কোটি বছরের প্রাগৈতিহাসিক ফুল

প্রকৃতির অন্যতম সৌন্দর্যের প্রতীকই হল ফুল। তবে সে সৌন্দর্যও ক্ষণস্থায়ী। সময়ের সঙ্গে সঙ্গেই থিতিয়ে পড়ে তার উজ্জ্বলতা। কিন্তু গবেষকরা সম্প্রতি এমনই এক ফুল খুঁজে পেলেন যার বয়স দশ কোটি বছর। এখনও অক্ষত রয়েছে তার পাপড়ি, রূপ।

হ্যাঁ, অবাক লাগলেও সত্যি। ওরেগন রাজ্য বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সম্প্রতি খুঁজে পান এই ফুল। আনুমানিক ১০ কোটি বছর আগে বার্মিজ অ্যাম্বারে ফুলটি আটকে পড়েছিল। আর এতদিন সেই অ্যাম্বারের মধ্যেই অক্ষত অবস্থায় সংরক্ষিত হয়েছে জীবাশ্মের মতো। বাইরের আবহাওয়া এবং অণুজীবের সংস্পর্শে না আসার কারণেই বিয়োজনও হয়নি ফুলটির। তবে অধিকাংশ ক্ষেত্রেই অ্যাম্বারে জীবাশ্মকরণ হওয়ার সময় ফুলের পাপড়ি ঝরে যায় কোমলতার কারণে। এক্ষেত্রে তেমনটা হয়নি দেখেই অবাক বিজ্ঞানীরাও। 

অনুসন্ধানের গবেষক জর্জ পোনার জানান, বর্তমান পৃথিবীতে এই ফুলের অস্তিত্ব নেই কোনো। ইতিপূর্বে এই প্রজাতির কোনো ফুলের জীবাশ্মও খুঁজে পাওয়া যায়নি কখনো। ফলত ফুলটির গোত্র এবং প্রজাতি সবটাই একেবারে অজানা, নতুন। বিজ্ঞানীরা ফুলটির নাম দিয়েছেন ভালভিলোকুলাস প্লেরিস্টামিনিস।

তবে আকর্ষণীয় বিষয় হল, ফুলগুলি একলিঙ্গ। জর্জ পোনার জানান, পুরুষ ফুলের ব্যাসের দৈর্ঘ্য প্রায় ২ মিলিমিটারের কাছাকাছি। ফুলটির ভেতরেই রয়েছে ৫০টি সর্পিলাকার ফিলামেন্ট এবং পরাগধানী। আশ্চর্যের শেষ এখানেই নয়। গবেষকদের মতে, মায়ানমারে এই জীবাশ্ম খুঁজে পাওয়া গেলেও ফুলটি আসলে অস্ট্রেলিয়ার। পোনারের অভিমত, প্রাগৈতিহাসিক যুগে গন্ডোয়ানা মহাদেশে লক্ষ্য করা যেত এই ফুল। তবে ভূগর্ভস্থ পাতের চলাচলের কারণে অস্ট্রেলিয়ার মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে ৪০০০ মাইল দূরত্ব অতিক্রম করে দক্ষিণ এশিয়ায় পাড়ি দিয়েছিল এই জীবাশ্ম। 

প্রাগৈতিহাসিক এই পরিযায়ী ফুলের অস্তিত্ব প্রকাশ্যে আসতে রীতিমতো সাড়া পড়ে গেছে বিজ্ঞানীমহলে। খুলছে গবেষণার নতুন ক্ষেত্রও। ফুলটির জিনগত বিশ্লেষণের মাধ্যমে প্রাচীন সময়ের গাছেদের সম্পর্কে নানান অজানা তথ্য সামনে আসতে পারে বলেই আশাবাদী গবেষকরা...

Powered by Froala Editor

আরও পড়ুন
চাঁদের বুকে ১ লক্ষ নতুন গহ্বর খুঁজে পেল কৃত্রিম বুদ্ধিমত্তা, চাঞ্চল্য বিজ্ঞানীমহলে

More From Author See More