প্রকাশ্য এল মানব ডিএনএ-র সর্বোচ্চ রেজোলিউশনের ছবি, প্রথমবার ভিডিও বানালেন গবেষকরা

তথ্য সংরক্ষণের জন্য কম্পিউটারে যেমন হার্ডডিস্ক থাকে, তেমনই প্রতিটি দেহকোষের রয়েছে পৃথক তথ্যভাণ্ডার। আর সেই তথ্য সংগ্রহের কাজটাই করে থাকে ডিএনএ। প্রজন্মের পর প্রজন্ম ধরে বিবর্তনের তথ্য ধরে রাখে এই দ্বিতন্ত্রী অণু। এবার প্রথমবারের জন্য অতিসূক্ষ্ম মানব ডিএনএ-র মধ্যে অণুদের গতিবিধি ক্যামেরাবন্দি করলেন বিজ্ঞানীরা। শুধু সর্বাধিক রেজোলিউশনের ছবিই নয়, বরং এই প্রথম সামনে এল ডিএনএ-র গতিপ্রকৃতির ভিডিও।

শেফিল্ড, লিডস এবং ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সম্মিলিত প্রচেষ্টায় সম্প্রতি সম্ভব হল এই অসাধ্যসাধন। অসাধ্যসাধন এই কারণেই, কেন না শুধু ছবি তোলাতেই সীমাবদ্ধ নয় গোটা প্রক্রিয়াটি। প্রাথমিকভাবে উন্নত ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে প্রতি মুহূর্তের অসংখ্য ছবি সংগ্রহ করেন বিজ্ঞানীরা। তারপর সুপার কম্পিউটারের মাধ্যমে সেই ছবিগুলি পর পর সাজিয়ে তৈরি করা হয় সিমুলেশন। ভিডিওতে শুধু অণুর গতিপ্রকৃতিই যে উন্মোচিত হয়েছে, এমনটা নয়। ডিএনএ-র গঠনের ত্রিমাত্রিক ধারণাও চোখের সামনে তুলে ধরছে এই ভিডিও ক্লিপিং।

গবেষকরা জানাচ্ছেন ডিএনএ-র মধ্যে নৃত্যরত অবস্থায় রয়েছে প্রতিটি পরমাণু। এবং অন্যান্য অণুগুলির সঙ্গে বন্ধন তৈরি করে লম্বা শৃঙ্খল গঠনের মূলে রয়েছে এই গতিবিধিই। অণুগুলি শিথিল হলে দীর্ঘ গঠন সম্ভব হত না ডিএনএ-র। ডিএনএ-র এই নতুন ভিডিও-র হাত ধরেই খুলে যেতে পারে জিন থেরাপির নতুন দিগন্ত। এমনটাই মনে করছেন গবেষকরা। পাশাপাশি ভবিষ্যতে জিনের বিস্তারিত অধ্যায়নেও গবেষকদের যথেষ্ট সাহায্য করবে এই ভিডিও…

Powered by Froala Editor

আরও পড়ুন
নাক ডাকা বন্ধ করবে এই যন্ত্র, তাক লাগালেন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী

Latest News See More