আকাশগঙ্গায় বহুদিন আগেই অবলুপ্ত হয়ে গেছে ভিনগ্রহীরা, জানাল সাম্প্রতিক গবেষণা

নীলগ্রহের বাইরে সত্যিই কি রয়েছে কোনো সভ্যতার অস্তিত্ব? থাকলে সেখানকার প্রাণীরা ঠিক কেমন? বুদ্ধিমত্তার দিক থেকে কতটা এগিয়ে মানুষের থেকে? কোনোদিনে মানব সভ্যতার সম্মুখীন হলে আদৌ কি তারা বন্ধুসুলভ আচরণ করবে? ভিনগ্রহীদের নিয়ে মানুষের আগ্রহ এবং প্রশ্নের অন্ত নেই কোনো। তবে এসব প্রশ্নের এবার উত্তর দিল বিজ্ঞান। জানাল, অতীতে কোনোদিন তাদের অস্তিত্ব থাকলেও, বহু আগেই চিরতরে হারিয়ে গেছে ভিনগ্রহীরা।
সম্প্রতি এআর১৪ ডেটাবেস পত্রিকায় প্রকাশিত হয়েছে এই গবেষণাপত্র। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির তিন পদার্থবিদ এবং একজন উচ্চবিদ্যালয় শিক্ষার্থী জড়িত ছিলেন এই গবেষণায়। গবেষণার মূল উদ্দেশ্য ছিল বহির্জগতের বুদ্ধিমান প্রাণী সভ্যতার উত্থান এবং মৃত্যুর অনুমান করা। তার জন্য বিশেষভাবে মহাজাগতিক মাত্রচিত্র, আধুনিক জ্যোতির্বিজ্ঞান এবং পরিসংখ্যান মডেলের সাহায্য নেন তাঁরা।
১৯৬৮ সালে প্রথম ড্রেক এক্সট্রাটেরিস্ট্রিয়াল ইন্টেলিজেন্সের সন্ধান করতে বিজ্ঞানী ফ্র্যাঙ্ক ড্রেক তৈরি করেছিলেন একটি সমীকরণ। তবে সেই সমীকরণের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন করেন ক্যালটেকের বিজ্ঞানীরা। বুদ্ধির বিকাশের সম্ভাবনার পাশাপাশি সভ্যতার স্ব-ধ্বংসের প্রবণতাকেও যুক্ত করেন তাঁরা। সঙ্গে বিবেচনা করেন পারমাণবিক হলোকাস্ট কিংবা জলবায়ু পরিবর্তনকেও।
বিজ্ঞানীদের অনুমান, আকাশগঙ্গা সৃষ্টি হওয়ার ৮০০ কোটি বছর পর সৃষ্টি হয়েছিল এই ধরণের জীবের। তারও প্রায় ৫৫০ কোটি বছর পরে উত্থান হয়েছিল মানব সভ্যতার। ফলে ততদিনে অবলুপ্ত হয়ে গেছে তাদের সভ্যতা। যদিও এই গবেষণায় বুদ্ধিমত্তায় পিছিয়ে থাকা প্রাণীদের অস্তিত্বের সম্ভাবনাকে বিবেচনা করা হয়নি। তেমন কোনো জীবের অস্তিত্ব মহাজগতে থাকলেও তাদের মানুষের বুদ্ধিমত্তার সমতুল্য অবস্থায় পৌঁছাতে বহু বছর সময় লাগবে এখনও। ফলে ভিনগ্রহীদের নিয়ে এই মুহূর্তেই কোনো আশঙ্কা বা উচ্ছ্বাসের কারণ নেই বলেই দাবি করছেন তাঁরা...

Powered by Froala Editor

Latest News See More