কলকাতায় শুরু বিজ্ঞান উৎসব, চারটি গিনেস রেকর্ডের সম্ভাবনা

আজ থেকে কলকাতার বুকে শুরু হচ্ছে বিজ্ঞানের মহোৎসব। ২০১৯-এর ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালের সূচনা হবে কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার এবং সায়েন্স সিটিতে। তবে শুধু বিজ্ঞানই নয়, এবার এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে গিনেস রেকর্ডও। মোট চারটে বিশ্ব রেকর্ড নাকি এই মঞ্চ থেকে বেরোবে!

ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক এবং বিজ্ঞান ভারতীর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এই বিজ্ঞান উৎসব। এই বছর পঞ্চম বর্ষে পা দিল এটি। ভারতের বিজ্ঞান চর্চায় সার্বিকভাবে বাংলা এবং বাঙালির অবদানকে মাথায় রেখেই এই বছর কলকাতাকে বেছে নেওয়া হচ্ছে। আজ, অর্থাৎ ৫ তারিখ থেকে ৮ তারিখ— মোট চারদিন ধরে চলবে এই অনুষ্ঠান। অনুষ্ঠানে যেমন উঠে আসবে তরুণ গবেষকদের গবেষণা, তেমনই থাকবে মেঘনাদ সাহা, জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, প্রফুল্লচন্দ্র রায়ের মতো প্রবাদপ্রতিম বিজ্ঞানীদের কাজের ব্যাখ্যাও।

২৮টিরও বেশি অনুষ্ঠান আয়োজিত হবে এই উৎসবে। থাকবে অ্যাস্ট্রোফিজিক্স, ইলেকট্রনিকস, জীববিজ্ঞান-সহ আরও বিভিন্ন বিষয় নিয়ে সেমিনার। আর সেই সেমিনারকে লক্ষ্য করেই চারটে বিশ্বরেকর্ডের কথা বলছেন উদ্যোক্তারা। কিন্তু কী সেই চারটে অনুষ্ঠান? ১৭৫০ জন পড়ুয়াদের নিয়ে অ্যাস্ট্রোফিজিক্সের সবচেয়ে বড় সেমিনার, অপটিকাল মিডিয়া কমিউনিকেশনের সবচেয়ে বড় সেমিনার, ৪০০ জন পড়ুয়াদের নিয়ে রেডিও কিট তৈরি, এবং মানুষের ক্রোমোজোমের সবচেয়ে বড় ছবি— গিনেস বুকে এই চারটি বিষয়ের নাম ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে।

আপাতত এই আন্তর্জাতিক বিজ্ঞান উৎসবকে কেন্দ্র করেই মেতে উঠেছে তিলোত্তমা। উপস্থিত হচ্ছেন দেশ বিদেশের বিজ্ঞানীরা। তৈরি হচ্ছে পড়ুয়ারাও। সমস্ত কিছু মিলিয়ে, কলকাতা হয়ে উঠেছে বিজ্ঞানের শহর।

Latest News See More