জুলাইয়েও খুলবে না স্কুল-কলেজ, সাংবাদিক সম্মেলনে জানালেন মুখ্যমন্ত্রী

আগামী ৩০ জুনের পর স্কুল, কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খোলার কথা জানিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেখানে এমন সিদ্ধান্ত কতটা কার্যকরী হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল সমস্ত মহলেই। তবে মুখ্যমন্ত্রী আজ পরিষ্কার করে দিলেন, করোনার আবহে জুলাইয়েও খুলবে না স্কুল। তবে পরীক্ষাগুলি হবে পূর্ব-নির্ধারিত সূচি অনুযায়ীই।

মুখ্যমন্ত্রী জানান, জুলাইয়ে স্কুলের নিয়মিত পঠনপাঠন বন্ধই থাকবে। কেবলমাত্র উচ্চমাধ্যমিকের নির্ধারিত পরীক্ষাগুলি নেওয়া হবে এই সময়ে। এক্ষেত্রেও যথাসম্ভব সুরক্ষাবিধি অবলম্বন করা হবে। নেওয়া হচ্ছে সতর্কতা। সেই বিষয়ে আলোচনাও চলছে। তবে এখনো পর্যন্ত কোনো সরকারি নির্দেশিকা জানানো হয়নি স্কুলগুলি কবে খুলবে তার ব্যাপারে। উচ্চশিক্ষার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য ১৩ জুন আরেকটি বৈঠকের আয়োজন করা হয়েছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে। 

এদিন মুখ্যমন্ত্রী স্কুলগুলিকে অনুরোধ করেন ছাত্রদের ফি না বাড়ানোর জন্যও। অন্যদিকে সপ্তাহ খানেক আগেই কেন্দ্রীয় মন্ত্রী পোখরিয়াল জানিয়েছিলেন, আগস্টের পর খুলবে দেশের স্কুল কলেজগুলি। 

শিক্ষা ব্যবস্থার পাশাপাশি আজ সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, বাধ্য হয়েই চালু করতে হয়েছে রাজ্যের কর্মসংস্থানগুলি। অর্থনীতি সচল না হলে, সাধারণের জীবনযাপন বেশ সমস্যার মুখে পড়েছিল। তবে করোনার আবহে সংক্রমণ রুখতে এবং ভিড় কমাতে সরকারি অফিসগুলিতে শিফটে কাজ চালানোর ব্যবস্থা চালু করেন তিনি। বেসরকারি কর্মসংস্থানগুলিকে অনুরোধ করেন ওয়ার্ক-ফ্রম-হোম বজায় রাখার জন্য।

Powered by Froala Editor

Latest News See More