শুধু ডেবিট কার্ড থাকেলেই হবে না, আজ থেকে এটিএম থেকে টাকা তুলতে গেলে সঙ্গে রাখতে হবে মোবাইল ফোনও। এসবিআই সূত্রে এমনটাই জানানো হয়েছে। ১৮ সেপ্টেম্বর, শুক্রবার থেকেই বদলে যাচ্ছে এটিএম থেকে টাকা তোলার নিয়ম। তাই জেনে নিন ঠিক কী ধরনের পরিবর্তন আসতে চলেছে।
স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, স্বল্প পরিমাণ টাকা তোলার ক্ষেত্রে শুধু ডেবিট কার্ড থাকলেই চলবে। কিন্তু টাকার অঙ্ক যদি ১০ হাজারের বেশি হয়, তাহলে সঙ্গে রাখতে হবে মোবাইল ফোনও। এটিএম মেশিনে টাকার অঙ্ক লেখার পর ব্যাঙ্কের সঙ্গে সংশ্লিষ্ট মোবাইল নাম্বারে ঢুকবে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড। সেই ওটিপি দিলে তবেই মেশিন থেকে টাকা বেরোবে।
প্রসঙ্গত, এবছরের শুরু থেকেই এই ব্যবস্থা চালু করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে এখনও পর্যন্ত কেবল সকাল ৮টা থেকে সন্ধ্যে ৮টা পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকত। কিন্তু এবার থেকে ২৪ ঘণ্টাই এই নিয়ম মেনে চলতে হবে। এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ। তাঁদের মতে, সম্প্রতি এটিএম জালিয়াতি রীতিমতো চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে গ্রাহকের টাকা যাতে সুরক্ষিত থাকে, তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
কার্ড স্কিমিং বা কার্ড ক্লোনিং-এর সমস্যায় জর্জরিত বহু মানুষ। এর মধ্যে কার্ড চুরির ঘটনাও অনেক সময়েই ঘটে। তবে স্টেট ব্যাঙ্কের এই নিয়ম গ্রাহকের টাকা সুরক্ষিত রাখবে নিশ্চিত। কিন্তু এখনও অবধি কেবল এসবিআই-এর এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রেই এই নিয়ম কাজ করবে। কারণ ব্যবস্থাটি এখনও ন্যাশানাল ফিনান্সিয়াল স্যুইচ বা এনএফএস-এর আওতায় আসেনি। কিন্তু এনএফএস-এর মাধ্যমে যে কোনো ব্যাঙ্কের টাকা যে কোনো ব্যাঙ্ক থেকেই তোলা যায়। তবে খুব শিগগিরি সমস্ত মেশিনের ক্ষেত্রেই এই নিয়ম চালু করার জন্য অনুরোধ জানানো হবে বলে জানিয়েছেন স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
Powered by Froala Editor