সৌদি আরবে বিশ্বের প্রথম অলাভজনক শহর, প্রকাশিত হল নীল-নকশা

গত নভেম্বর মাসের কথা। বিশ্বের প্রথম অলাভজনক শহর (Non-profit City) তৈরির কথা ঘোষণা করেছিলেন সৌদি আরবের (Soudi Arabia) ক্রাউন প্রিন্স সালমান বিল আব্দুল আজিজ। তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষার সুযোগ, উজ্জ্বল ভবিষ্যৎ এবং দূষণমুক্ত পরিবেশের সুবিধা দিতেই এই বিশেষ উদ্যোগ নিয়েছিলেন যুবরাজ। এবার প্রকাশিত হল প্রকল্পটির মাস্টারপ্ল্যান। 

ওয়াদি হানিফা সংলগ্ন ইরকা অঞ্চলে গড়ে উঠবে ৩.৪ বর্গকিলোমিটারের এই বিশেষ শহর। ‘প্রিন্স মহম্মদ বিন সালমান ননপ্রফিট সিটি’ নামেই পরিচিত হবে এই শহর। অত্যাধুনিক প্রযুক্তির ডিজিটাল মেট্রোপলিস শহর হলেও, এই শহরের ৪৪ শতাংশ অঞ্চল বরাদ্দ রাখা হয়েছে বৃক্ষরোপণের জন্য। সাধারণত শহর নির্মাণের জন্য ক্ষতিগ্রস্ত হয় যেকোনো অঞ্চলের বাস্তুতন্ত্র। পরিবেশের ভারসাম্য নষ্ট না করেই এই শহর তৈরি করা মূল লক্ষ্য সৌদি প্রশাসনের। 

মূলত, তরুণ শিক্ষার্থী এবং অ্যাকাডেমিকদের প্রধান্য দেওয়া হবে এই শহরে। তাঁদের কথা ভেবেই তৈরি হবে একাধিক একাডেমি, স্কুল, কলেজ, সম্মেলন কেন্দ্র, জাদুঘর, আর্ট গ্যালারি, থিয়েটার, খেলার মাঠ, সায়েন্স সিটি। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবটিক্সের মতো বিষয়গুলির জন্য থাকবে সৃজনশীল কেন্দ্র। তাছাড়াও বিনোদনকেন্দ্র, ফুডকোর্ট— এসব থাকবে হাঁটা দূরত্বেই। সুযোগ পাবেন তরুণ উদ্যোগপতিরাও। সবমিলিয়ে প্রায় ৩ লক্ষ বর্গমিটার এলাকা বরাদ্দ করা হয়েছে বাণিজ্যিক এলাকা হিসাবে। অন্যদিকে ৬০০০ অ্যাপার্টমেন্ট, ৫০টি ভিলা এবং টাউনহাউস নিয়ে গড়ে উঠবে আবাসিক এলাকা। তবে থাকছে না কর প্রদানের ব্যবস্থা। 

২০১১ সালে তরুণ প্রজন্মের উন্নতির জন্য বিশেষ ফাউন্ডেশন তৈরি করেছিলেন সৌদি প্রিন্স। ‘মহম্মদ বিন সালমান ফাউন্ডেশন’ বা ‘মিস্ক’-খ্যাত এই সংস্থাই গোটা প্রকল্পটির জন্য অর্থ সরবরাহ করবে বলেই জানাচ্ছে সৌদি আরব প্রশাসন। এতদিন পর্যন্ত বহু বিষয়ে উচ্চশিক্ষার জন্য দেশের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে পাড়ি দিতে হত তরুণ শিক্ষার্থীদের। কখনও কখনও যেতে হত বিদেশেও। এবার তাঁদের জন্য স্বর্গরাজ্য হয়ে উঠবে এই শহর। হয়ে উঠবে সৌদি আরবের শিক্ষা-সংস্কৃতি, প্রযুক্তি, বিজ্ঞান ও সামাজিক আচার-অনুষ্ঠানের পীঠস্থান। 

এর আগে পরিবেশ রক্ষা, নারী শিক্ষা, নারীদের স্বাধীনতা প্রদানে সৌদি যুবরাজের একাধিক পদক্ষেপ প্রশংসিত হয়েছে গোটা বিশ্বজুড়ে। তৈল রপ্তানির ওপর দেশের নির্ভরতা কমিয়ে বৈদেশিক বিনিয়োগের পথও প্রশস্ত করেছেন তিনি। এবার এই অত্যাধুনিক অলাভজনক শহর তৈরি করে আরও একবার আলোচনায় উঠে এলেন মহম্মদ বিন সালমান…

Powered by Froala Editor

More From Author See More