বিজয়া সম্মিলনীর সংস্কৃতি বাঙালির জীবন থেকে মুছে যাচ্ছে আস্তে আস্তে। হারিয়ে যাচ্ছে বিজয়া পরবর্তী বিভিন্ন জমায়েত, গানও। নতুন প্রজন্মের ধরাছোঁয়ার খানিক বাইরেই রয়ে গেছে এই ঐতিহ্য। তখনই, পুজো-পরবর্তী সন্ধ্যায় লোকসঙ্গীতশিল্পী সাত্যকি ব্যানার্জি আমাদের নিয়ে গেলেন আষাঢ়ের ভেজা পথে। সাত্যকি ব্যানার্জির কণ্ঠে, বিজয় সরকারের কথায়-সুরে এই গান, শুনুন -