বিশ্বের সেরা খেলা ফুটবল। তবে ফুটবল যে শুধুই পায়ের কেরামতি নয়, তা নয়। মাথারও। বিশ্বের তাবড় তাবড় প্লেয়ারদের হেড দেখলেই তা বুঝতে অসুবিধা হয় না। আর, এই খেলায় চাই নিপুণ দক্ষতা ও অমানুষিক পরিশ্রম। কিন্তু মাথায় বল রেখে সারা শহর ঘুরে বেরানোর ঘটনা বিশ্বে নজিরবিহীন। অথচ তেমনই দৃশ্য দেখা গেল যাদবপুরে। মাথায় বল নিয়ে, হ্যান্ডেলের সহায়তা ছাড়াই একটানা সাইকেল চালিয়ে বেড়ান সরোজ বিশ্বাস। এ দৃশ্য দেখে রীতিমত চমকিত নেটিজেনরা।
এ-অভ্যাস একদিনে হয় না। গত দশ বছর ধরে তিনি ফুটবল নিয়ে নানা দক্ষতা দেখিয়ে চলেছেন। এসবের জন্য অবশ্য থমকে থাকেনি তাঁর পড়াশুনো। বায়োকেমিল নিয়ে বর্তমানে তিনি পি.এইচ.ডি করছেন। সরোজের ইচ্ছে, আগামী দিনে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস ও গিনেস বুকে নিজের নাম নথিভুক্ত করা। কিন্তু সে লড়াইও তাঁর কাছে খুব সহজ নয়।
বল নিয়ে জাগলিং করে বিখ্যাত হয়েছেন বহু মানুষ। কিন্তু সরোজের মতো এমন প্রতিভা এই বাংলায় বিরল বলা চলে। রাত হলেই কলেজ থেকে ফিরে শুরু হয় বল নিয়ে প্র্যাকটিস। সরোজের মাথায় যেন ফুটবল কথা বলে। আরেকবার প্রমাণ হয়ে যায়, বাঙালির কাছে সব খেলার সেরা আজও ফুটবলই।