প্রথম গল্প সংকলনেই এল পুরস্কার, সাঁওতালিতে সাহিত্য আকাদেমি কালীচরণ হেমব্রমের

ভাষা মানুষের সঙ্গে মানুষের বন্ধন গড়ে তোলে। ভারতবর্ষে সকল ভাষার সমান অধিকার রয়েছে, সেরকমই একটি ভাষা হল সাঁওতালি, যার লিখন পদ্ধতি মূলত অলচিকি। আর সে ভাষাতেই এবার সাহিত্য অকাদেমি পুরস্কার পাচ্ছেন গল্পকার কালীচরণ হেমব্রম। তাঁর ছোটগল্প সংকলন 'শিশিরজালি' লিখেই তিনি এই পুরস্কার পাচ্ছেন।

শুরুর দিকে নাটক লিখতেন তিনি। এছাড়া সাঁওতালি গান লেখেন তিনি। সুরও দিয়েছেন নিজেই। ২০১৩ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম গল্প 'শিশিরজালি'। তাঁর লেখা বহু নাটক এখনও অপ্রকাশিত রয়েছে। 'বাপলা বিনতী' বইটি শীঘ্রই প্রকাশ হওয়ার মুখে। সদ্যসমাপ্ত ৩২তম লেখক সম্মেলনে প্রকাশিত হয়েছে তাঁর বই 'সিরজন কাঁহেৎ'।

ভারতে ৬৫ লক্ষ লোকের মাতৃভাষা সাঁওতালি। বাংলাদেশ ও নেপালেও ছড়িয়ে আছেন এই ভাষার মানুষ। জাতীয়স্তরে এই ভাষাকে মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিতে তাঁর ‘শিশিরজালি’ বিশেষ ভূমিকা পালন করবে, মনে করছেন অনেকেই। সাহিত্য একটি ভাষাকে বহু মানুষের কাছে সহজেই পৌঁছে দেয়, এই কথা মাথায় রেখেই আগামী দিনে সাঁওতালি ভাষাকে আরও বেশি গুরুত্ব দেবেন পাঠকসমাজ।