কলাগাছের অংশ দিয়ে তৈরি প্যাড, পরিবেশ দূষণ কমাতে নতুন দিশা

মেয়েদের পিরিয়ড চলাকালীন যে-পরিমাণ যন্ত্রণার মুখোমুখি হতে হয়, তার সম্পর্কে কমবেশি সকলেই জানেন বা অনুমান করেন। ওই নির্দিষ্ট তিন-চারটে দিন অপেক্ষাকৃত কম ভোগান্তির জন্য স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন অনেকেই। কিন্তু এইসব ডিসপোজেবল স্যানিটারি ন্যাপকিনগুলি ব্যবহারের পর ফেলে দেওয়া হয়। তারপর সেগুলির কী পরিণতি, খোঁজ রাখেন না প্রায় কেউই। ওই ব্যবহৃত প্যাডগুলি যেখানে-সেখানে পড়ে থাকলে দূষণ ছড়াতে পারে। একমাত্র পুড়িয়ে দেওয়া ছাড়া, অন্য কোনো উপায়ও নেই। তাহলে?

এই কথা মাথায় রেখেই কলাগাছের ছাল দিয়ে জীবাণুবিয়োজ্য স্যানিটারি ন্যাপকিন তৈরি করেছে গুজরাটের সংস্থা ‘সাথী’। ২০১৫ সালে ক্রিস্টেন কাগেটসু, তরুণ বোথ্রা, অমৃতা সাইগাল এবং গ্রেস কেন প্রতিষ্ঠা করেন সংস্থাটি।  এই সংস্থা কলাগাছের স্টিম ফাইবার দিয়ে তৈরি করে এই বিশেষ ন্যাপকিন। সাধারণত কলাগাছের এই অংশটি অব্যবহার্যই ছিল। কোনো বাড়তি খরচ ছাড়াই, সেই ফেলে দেওয়া স্তরের সাহায্যে নরম প্যাড তৈরি করছে সাথী। এই প্যাড খুব সহজেই, মাত্র ৬ মাসের মধ্যে মাটির সঙ্গে মিশে যাবে। ফলে পরিবেশ দূষণও নিয়ন্ত্রণ করা যাবে অনেকটাই।

বর্তমানে ৫০০০ কৃষকের সঙ্গে মিলিতভাবে কাজ করছে সংস্থাটি। বাজারচলতি অন্যান্য অন্যান্য প্যাডের তুলনায় এটি যে অনেকটাই পরিবেশবান্ধব, তা নিঃসন্দেহে বলাই যায়।

Latest News See More