করোনায় আক্রান্ত রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন, রয়েছেন আইসোলেশনে

সিনেমার তারকা থেকে রাজনৈতিক নেতা; ভাইরাসের সংক্রমণ থেকে ছাড় পাচ্ছেন না কেউই। এবার আক্রান্ত হলেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। বৃহস্পতিবার তাঁর করোনাভাইরাসের টেস্ট পজিটিভ আসে। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে ভিডিও কলে একথা জানান তিনি। বর্তমানে সেলফ-আইসোলেশনে থাকার চিন্তা ভাবনাই করছেন মিখাইল।

এর মধ্যেও সমস্ত সরকারি কাজ চালিয়ে যাবেন তিনি। পুতিনকে করা এই ভিডিও কল, টেলিকাস্টও করা হয় দেশীয় মিডিয়ায়। তবে শারীরিক সমস্যা এখনো দেখা দেয়নি সেভাবে। শ্বাসকষ্ট অথবা কথা বলতে তেমন কোনো অসুবিধা হচ্ছে না, বোঝা যায় ওই ভিডিও থেকে।

মিশুস্তিন প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন জানুয়ারিতে। প্রধানমন্ত্রী দায়িত্বগ্রহণের আগে ট্যাক্স চিফ ছিলেন ৫৪ বছর বয়সী মিশুস্তিন। এখন তিনি আইসোলেশনে থাকার জন্য, অস্থায়ীভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন উপপ্রধানমন্ত্রী আন্দ্রেই বেলৌসভ।

গত বেশ কিছুদিন হল ভাইরাসের সংক্রমণ আটকাতে মিটিং কমিয়েছেন পুতিন। ভিডিও কলের মাধ্যমেই ভার্চুয়ালি যোগাযোগ করছেন আধিকারিকদের সঙ্গে। এদিন প্রধানমন্ত্রীকে দ্রুত হাসপাতালে ভর্তি হওয়ার উপদেশ দেন পুতিন।

শারীরিক অবস্থার খুব অবনতি না হলে বাড়িতেই আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে রাশিয়ায়। তাই মিশুস্তিনের হাসপাতালে ভর্তি হওয়া কি বাড়তি সতর্কতা? জানা যায়নি সে ব্যাপারে। এখন কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণের মধ্যেই থাকবেন মিশুস্তিন। মস্কোর মেয়র সের্জেই এমনটাই জানিয়েছেন। এই অবস্থায় তাঁর অসুস্থতা বড় ধাক্কা রাশিয়ার কাছে। দ্রুত আরোগ্য কামনা করেছেন রাষ্ট্রপতি পুতিন। আশা করছেন তাড়াতাড়িই কাজে ফিরবেন প্রধানমন্ত্রী।

Latest News See More