এতদিন কেবল পৃথিবীতেই নিজের কর্তৃত্ব দেখাছিল করোনা ভাইরাস। এবার কী মহাকাশেও এর যাত্রা শুরু হল? বিজ্ঞানীরা স্পষ্ট করে কিছু বলতে পারছেন না এখনও। কিন্তু সাম্প্রতিক একটি ঘটনা এই প্রশ্নটিকেই জাগিয়ে দিচ্ছে। সদ্য মহাকাশ থেকে ফেরা এক বিজ্ঞানীর শরীরে পাওয়া গেল করোনা ভাইরাসের অস্তিত্ব। যা নিয়ে শঙ্কিত বিশ্ব।
গত সপ্তাহে রাশিয়া থেকে একটি রকেট মহাকাশের দিকে যাত্রা করেছিল। রাশিয়ান মহাকাশবিজ্ঞানী ছাড়াও ওখানে আমেরিকাও অংশ নিয়েছিল। তারই অংশ ছিলেন এনার্জিয়া রকেট অ্যান্ড স্পেস কর্পোরেশনের ডেপুটি হেড এভজিনি মিকরিন। গত শুক্রবার তিনি মহাকাশ থেকে ফিরে এসেছেন। তারপরেই তাঁর শরীরের পরীক্ষা করার সময় করোনা ভাইরাসের অস্তিত্ব নজরে আসে। দুটো পরীক্ষারই রিপোর্ট পজিটিভ আসে। এই ঘটনা সামনে আসার পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিজ্ঞানী ও চিকিৎসক মহলে।
মিকরিন ঠিক কবে, কীভাবে আক্রান্ত হয়েছেন সেটা এখনও স্পষ্ট নয়। কিন্তু তার থেকেও বড়ো কথা, ওই সময় মহাকাশে তাঁর সঙ্গে আরও অনেকে ছিলেন। রাশিয়া, আমেরিকা দুই দেশের মহাকাশচারীরাই ছিলেন সেখানে। তাঁদের মধ্যেও সংক্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে। সব মিলিয়ে এমন ঘটনায় উঠে আসছে নানা সম্ভাবনার কথা। সমস্ত সমস্যা খতিয়ে দেখে তবেই বলা আবে, মহাকাশেও করোনার থাবা পৌঁছে গেছে কিনা। আপাতত, আরও সতর্কতার সময় এসেছে।