মাত্র এক বছরে ৫ লক্ষ জনসংখ্যা হ্রাস, রাশিয়ার রিপোর্ট ঘিরে উদ্বেগ

গত বৃহস্পতিবারই দেশের জনসংখ্যার রিপোর্ট প্রকাশ করল রাশিয়া। আর তাতেই ছানাবড়া বিশ্ববাসীর চোখ। সারা বিশ্বের প্রবণতার উল্টোদিকে গিয়েই হ্রাস পেয়েছে রাশিয়ার জনসংখ্যা। এবং সেই অবনতি রীতিমতো আশঙ্কাজনক। গত ১ বছরের মধ্যে রাশিয়ায় জনসংখ্যা কমেছে প্রায় ৫ লক্ষ।

চলতি শতাব্দীর শূন্য দশকের মাঝামাঝি সময় থেকেই কমতে শুরু করেছিল রাশিয়ার জনসংখ্যা। তবে গত দেড় দশকে সবথেকে বড়ো সংকোচন হল এই বছরই। রাশিয়ার জাতীয় পরিসংখ্যান অফিসের গণনা অনুযায়ী গত বছর রাশিয়ার জনসংখ্যা ছিল ১৪.৬৭ কোটি।  ২০২১ সালের জানুয়ারির ১ তারিখে তা এসে দাঁড়ায় ১৪৬.২ কোটিতে।

কিন্তু এই আকস্মিক জনসংখ্যা কমার কারণের ব্যাপারে কোনো কিছুই ব্যাখ্যা করেনি সংস্থাটি। তবে রাশিয়ায় করোনাভাইরাসের মহামারীজনিত কারণেই অতিরিক্ত মৃত্যুর সংখ্যা বেড়েছে অনেকটাই। এখনও অবধি সব মিলিয়ে মোট সাড়ে ৭১ হাজার রাশিয়ান নাগরিক মারা গিয়েছেন কোভিড১৯-এ আক্রান্ত হয়ে। তবে সম্প্রতি রাশিয়ার গবেষকদের একটি বিস্তারিত রিপোর্টে জানানো হয়েছে, বাস্তবে এই সংখ্যা তার প্রায় তিনগুণ। কারণ অনেকেই সাধারণ সর্দি-জ্বর ভেবে পরামর্শ নেননি চিকিৎসকের। ফলে প্রকাশ্যেও আসেনি আসল সংখ্যা। ডিসেম্বরের শেষে এই রিপোর্টের দাবি স্বীকারও করে নেয় সরকার।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে প্রায় অবিচ্ছিন্নভাবেই হ্রাস পাচ্ছে রাশিয়ার জনসংখ্যা। তার মূল কারণগুলির মধ্যে অন্যতম নিম্ন জন্মহার, স্বল্প গড় আয়ু (৭২ বছর) এবং দেশজুড়ে সুসম স্বাস্থ্য পরিষেবার অভাব। পাশাপাশি অভিবাসনও বড়ো সমস্যা হয়ে দাঁড়িয়েছে রাশিয়ায়। ২০১৯-২০২১ সালের মধ্যেই শুধু ১৩ লক্ষ শিশু অভিবাসী হয়েছে দেশের বাইরে। সোভিয়েতের পতনের পর একমাত্র ২০১৪ সালেই জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল রাশিয়ায়। তার পরিমাণ ছিল প্রায় আড়াই লক্ষ। রাশিয়ার সে বছর ইউক্রেনের ক্রিমিয়া প্রদেশ দখল করেছিল। মূলত সেই ঘটনাই দায়ী ছিল জনসংখ্যা বৃদ্ধির পিছনে। তবে তা আন্তর্জাতিক স্তরে স্বীকৃত হয়নি কখনোই…

Powered by Froala Editor