খানিকটা হলেও কমল শাস্তি। চার বছর থেকে কমিয়ে দু’বছর করা হল নির্বাসনের মেয়াদ। তবু ডোপ কাণ্ডের জন্য আগামী ২০২২ সাল অবধি অলিম্পিক এবং আন্তর্জাতিক মানের কোনো প্রতিযোগিতায় সরাসরি অংশ নিতে পারবে না রাশিয়া। বৃহস্পতিবার কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস থেকে জারি করা হল এই নির্দেশিকা।
লাসান-ভিত্তিক আন্তর্জাতিক ক্রীড়া আদালত গত বছরই চার বছরের শাস্তি আরোপ করেছিল রাশিয়ার ওপরে। অভিযোগ ছিল ২৯৮ জন রাশিয়ান অ্যাথলিটের বিরুদ্ধে। বিশ্ব অ্যান্টি-ডোপিং এজেন্সি ওয়াডা গত বছর অধিকাংশ রাশিয়ান খেলোয়াড়দের মধ্যেই ড্রাগ নেওয়ার প্রবণতা লক্ষ্য করেছিল। তদন্তে উঠে এসেছিল, ডোপিং টেস্টে রাশিয়ার ল্যাবরেটরিই কারচুপি করেছে তথ্যের। ডোপিং কাণ্ডের পিছনে সম্পূর্ণ মদত ছিল রাশিয়া সরকারেরও।
চলতি বছরের মে মাস পর্যন্ত সেই তদন্ত চলার পরেই আদালতে পৌঁছেছিল মামলা। আর তার প্রেক্ষিতেই আজ রায় দেয় সিএএস। স্পষ্ট জানিয়ে দেয়, ২০২২ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত কোনো আন্তর্জাতিক বিশ্বমানের ক্রীড়া প্রতিযোগিতায় থাকতে পারবে না পুতিনের দেশ। অর্থাৎ ২০২১-এর টোকিও অলিম্পিক এবং ২০২২ সালের আন্তর্জাতিক ফুটবল বিশ্বকাপে দেখা যাবে না রাশিয়াকে। পাশাপাশি রাশিয়া আয়োজন করতে পারবে কোনো বড় টুর্নামেন্টও। তবে উয়েফা বিশ্বব্যাপী সংস্থা না হওয়ার জন্য রাশিয়া আংশ নিতে পারে ইউরো কাপে।
তবে রাশিয়াকে নির্বাসনে পাঠালেও ওয়াডা খানিকটা হলেও সংবেদনশীল মনোভাব দেখিয়েছে রাশিয়ান অ্যাথলিট এবং খেলোয়াড়দের প্রতি। জানিয়েছে তাঁরা প্রত্যেকেই চাইলে অংশ নিতে পারেন ২০২১ অলিম্পিকে। তবে সেক্ষেত্রে তাঁদের ‘নিউট্রাল অ্যাথলিট’ বা ‘নিউট্রাল টিম’ হিসাবে খেলতে হবে। বাজবে না রাশিয়ার জাতীয় সঙ্গীত, ব্যবহার করা যাবে না রাশিয়ার পতাকা কিংবা জার্সি। পুরোপুরি সাদা জার্সি পরেই তাঁদের নামতে হবে প্রতিযোগিতায়। সেইসঙ্গে অতি অবশ্যই ওয়াডার থেকে অনুমতি প্রাপ্ত কোনো কেন্দ্রে করাতে হবে ডোপিং টেস্ট। সেখানে ক্লিনচিট মিললে তবেই অনুমতি মিলবে প্রতিযোগিতায় প্রবেশের। রাশিয়ার অ্যাথলিটদের ভবিষ্যৎ এবং তরুণ প্রজন্ম যাতে বিশ্ব ক্রীড়া-মহল থেকে একেবারে বিচ্ছিন্ন না হয়ে যায়, তার জন্যই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন সিএএস-এর তিন বিচারপতির বোর্ড।
তবে এই অভিযোগ এবং নির্বাসন নিঃসন্দেহে কালিমালিপ্ত করল ক্রীড়ামহলে রাশিয়ার নামকে। এর যে দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে চলেছে, তারই ইঙ্গিত দিচ্ছেন ক্রীড়া বিশেষজ্ঞরা...
Powered by Froala Editor
আরও পড়ুন
আমেরিকার অলিম্পিক দলের প্রথম কৃষ্ণাঙ্গ প্রধান, চলে গেলেন কিংবদন্তি অ্যাথলিট রাফের জনসন