১৯৯৮ সাল। একঝাঁক তরুণ মঞ্চে উঠে এল বাংলা হার্ড রক গান নিয়ে। ব্যান্ডের নাম ‘ফসিলস’। তারপর কেটে গেছে কুড়ি বছর। পরবর্তী কালে তৈরি হয়েছে অগুনতি ভক্ত। ফসিলসের ভোকালিস্ট রূপম ইসলামের প্রতি আকৃষ্ট এখনও অন্ধ অনেকেই। বাংলা রক জগতে নতুন এক ধারা এনেছিল এই ব্যান্ড। বাকিটা ইতিহাস…
শিল্পীরা বিখ্যাত হন তাঁদের কাজের মাধ্যমেই। ভক্তরাও আপন করে নেয় সে কাজ কিন্তু কখনও কখনও ভক্তদের জন্যেও চমক আসে শিল্পীর তরফ থেকে। তেমনই এক ঘটনার সাক্ষী বছর উনিশের কিরণ। রূপম ইসলামের অন্ধ ভক্ত কিরণ ক্যানসারে আক্রান্ত, আর তাকে দেখতে ছুটে গিয়েছিলেন রূপম ইসলাম ও তাঁর টিম।
মারণ রোগে আক্রান্ত হয়ে জীবনের শেষ কয়েকটা দিন গুনছিলেন কিরণ। জীবনের শেষ প্রান্তে এসে তাঁর ইচ্ছে ছিল রূপম ইসলামকে কাছ থেকে দেখার। আজ এত বছর পরও রূপম ও তার ব্যান্ডের চাহিদা এতটুকু কমেনি। কথা রেখেছেন রূপম। মৃত্যুশয্যায় রূপমের হাত ধরে এক চিলতে হাসি ফুটে ওঠে কিরণের মুখে। যেন জীবনের শেষ চাহিদাটুকুও মিটে গেল তার। এবার সে নিশ্চিন্তে চির ঘুমের দেশে চলে যেতে পারে।
সেলিব্রিটিদের আমরা দূর থেকেই চিরকাল দেখে এসেছি, কিন্তু তাঁরাও রক্তমাংসের মানুষ। শিল্পীদের আবেগ আমাদের চেয়ে কোনো অংশে যে কম নয়, তারই দৃষ্টান্ত স্থাপন করল ফসিলস।