গত পরশুও দাপিয়ে বেরিয়েছেন মাঠে। লেফট ফ্ল্যাঙ্ক ধরে তাঁর লম্বা দৌড় বারবার ত্রাস তৈরি করেছে ফ্রান্সের ডিফেন্স লাইনে। কিন্তু তাঁর ফর্ম দেখা বোঝার কোনো উপায়ই ছিল বা যে মারণ ভাইরাসের সংস্পর্শে এসেছেন তিনি। ম্যাচের পরে তাঁর কোভিড-১৯ টেস্ট করানো হয় প্রত্যেক খেলোয়াড়ের মতোই। আর সেই রিপোর্ট থেকেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
তবে আক্রান্ত হলেও সেইভাবে কোভিডের উপসর্গ নেই তাঁর শরীরে। শারীরিক কোনো সমস্যাও দেখা দেয়নি এখনও অবধি। বাড়িতেই সেলফ আইসোলেশনে থাকছেন রোনাল্ডো, জানা গেছে এমনটাই। রোনাল্ডোর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসার পরেই পুনরায় নমুনা পরীক্ষা করা হচ্ছে পর্তুগালের বাকি ফুটবলারদেরও।
আগামীকালই উয়েফা নেশনস লিগে পর্তুগাল মুখোমুখি হতে চলেছে সুইডেনের। গুরুত্বপূর্ণ এই ম্যাচেই পর্তুগাল দলে পাচ্ছে না তার সবথেকে মূল্যবান যোদ্ধাকেই। মঙ্গলবার থেকে শুরু করে ১০ দিনের সেলফ আইসোলেশন কাটাবেন রোনাল্ডো। ফলে এই সপ্তাহের শেষে জুভেন্তাসের হয়েও মাঠে দেখা যাবে না তাঁকে। সিরি-এ’র পাশাপাশি আগামী ২০ তারিখে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচ খেলবে জুভেন্তাস।
চলতি মরশুমে দেশের হয়ে একের পর এক ম্যাচেই ঝলসে উঠছিলেন ক্রিশ্চিয়ানো। কয়েকদিন আগেই পেরিয়ে গেছেন দেশের হয়ে ১০০ গোলের সীমারেখা। এবার লক্ষ্য শুধু বিশ্বের সর্বোচ্চ গোলদাতার আসনে নিজেকে প্রতিষ্ঠা করা। তাঁর থেকে এখন শুধু সামান্য এগিয়ে রয়েছেন ইরানের স্ট্রাইকার আলি দেই (১০৯)। চলতি লিগেই হয়তো তাঁকে স্পর্শ করে ফেলতেন ৩৫ বছরের পর্তুগিজ সুপারস্টার। কিন্তু সংক্রমণের কারণেই ছিটকে গেলেন জাতীয় দল থেকে।
করোনায় আক্রান্ত হওয়ার খবর পেতেই আশঙ্কা ছড়িয়েছে অনুরাগী মহলেও। কোনো শারীরিক অবস্থার অবনতি না হলেও, প্রিয় ফুটবলারের ফর্ম যদি কেড়ে নেয় ভাইরাসের সংক্রমণ। এই ভাবনাই চিন্তিত করে তুলেছে ভক্তদের...
Powered by Froala Editor
আরও পড়ুন
বহন করেছেন ২০০ জনের মৃতদেহ, করোনাতেই থামলেন অ্যাম্বুলেন্স চালক