টেনিস খেলে ভক্তদের মন বরাবরই জয় করে এসেছেন সুইজারল্যান্ডের এই টেনিস তারকা। তবে শুধু টেনিসই নয়, টেনিস কোর্টের বাইরেও তাঁর সমাজসেবামূলক কাজের মাধ্যমে শিরোনামে এসেছেন বহুবার। হ্যাঁ, কথা হচ্ছে রজার ফেডেরারকে নিয়ে। ২০ বার গ্র্যান্ড স্ল্যাম জয়ী রজার ফেডেরার। টানা ২৩৭ সপ্তাহ বিশ্বের ১ নম্বর টেনিস খেলোয়াড়ের আসন ধরে রাখা ফেডেরার। জিতেও আবেগে কেঁদে ফেলা ফেডেরার।
তবে শুধুই টেনিস খেলোয়াড় - এটাই তাঁর একমাত্র পরিচয় নয়। ২০০৪ সালে ‘রজার ফেডেরার ফাউন্ডেশন’ তৈরির সময়ে ঠিক করেছিলেন, শিশুদের শিক্ষা ও খাদ্য নিশ্চিত করার জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখবেন না তিনি। হয়েছেও তাই। গত ১৫ বছর দেশে বিশ্বের নানা প্রান্তে বিদ্যালয় প্রতিষ্ঠা করেছে রজার ফেডেরার ফাউন্ডেশন। এর মধ্যে সাউথ আফ্রিকা ও মালাউই-তেই আছে ৫০টি প্রি-স্কুল। নিজেও এসেছেন তৃতীয় বিশ্বের দরিদ্র এই দেশটিতে। বিশ্বাস করেন মানুষের জীবনে প্রাথমিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। আর শিক্ষাই পারে মানুষকে দারিদ্রের হাত থেকে মুক্তি দিতে।
২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে প্রায় ১ মিলিয়ন শিশুর খাদ্য ও শিক্ষা সুনিশ্চিত করেছে তাঁর এই সংস্থা। সংখ্যাটা অসম্ভব মনে হলেও, বাস্তব রূপ দিয়েছে তাঁর সংস্থা। কোর্টের পাশাপাশি, ভক্তদের মনও ফেডেরার বারবার জয় করেছেন এভাবেই।